Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলন করে পারিশ্রমিকসহ নানা সুবিধা দাবি সাকিব-তামিমদের


২১ অক্টোবর ২০১৯ ১৫:১৬

হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নজিরবিহীন এক সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলের সুবিধা এবং পারিশ্রমিক নিয়ে কথা বলেন সাকিব, তামিমসহ অন্যান্যরা।

রোববার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

আরও পড়ুন: ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলবেন না সাকিবরা

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বিপিএল, ডিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে আমাদের পারিশ্রমিক আগের মতো বাড়ানো হচ্ছে না। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খেলতে যাচ্ছি, টিম হোটেলে থাকছি। ন্যূনতম আমাদের যাতায়াতের ভালো ব্যবস্থা রাখা উচিত। হোটেলের জিম ব্যবস্থা, সুইমিং পুল ব্যবস্থা থাকতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তামিম ইকবাল বলেন, ‘আমরা শুধু ক্রিকেট নিয়েই পড়ে থাকি। কিন্তু যদি একজন গ্রাউন্ডসম্যানের পারিশ্রমিকের কথা বলেন, সেটা কিন্তু বাড়ানো হচ্ছে না। তারা মাসে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা পারিশ্রমিক পান। আমরা বাংলাদেশি কোচ প্রমোট করতে পারছি না। বাংলাদেশের ২০ জন কোচের সমান পারিশ্রমিক পান বিদেশি একজন কোচ। এছাড়া, দেশি একজন কোচের অধীনে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলেও দেখা যায়  পরের সিরিজে তিনি আর দলের সাথেই নেই।’

পারিশ্রমিক, নানা সুবিধা নিয়ে বেশ হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। চাপা উত্তেজনাও কাজ করছে বিসিবিতে। তারই সূত্র ধরে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজরা।

বিজ্ঞাপন

এসব ঘটনার জের ধরে আসছে ভারত সফর বয়কটও করতে পারেন সাকিব-তামিমরা।

তামিম বিসিবি মুশফিক সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর