Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে ক্রিকেটারদের ১৩ দফা দাবি


২৩ অক্টোবর ২০১৯ ১৮:৫২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে তারা বসতে রাজি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান। গণভবন থেকে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিবি কার্যালয়ে ফেরেন তারা। বিকেল থেকে বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য বসে থাকলেও সাকিবরা মিরপুরে না গিয়ে গুলশানের একটি হোটেলে সন্ধ্যা ৬টার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেখানে একটি সংবাদ সম্মেলনও ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

নিজেদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ক্রিকেটাররাই নিয়োগ দিয়েছেন বলে জানা যায়।

এদিকে, যোগ হওয়া দুটি দাবির একটি হলো বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ। পুরুষ ক্রিকেটাররা যে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার সব দিতে নারী ক্রিকেটারদেরকে।

এ সময় তিনি জানান, আমি ডাক, কুরিয়ার এবং ইমেইলের মাধ্যমে বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের প্রতিনিধি বা মুখপাত্র হিসেবে ১৩ দফা দাবি সম্বলিত চিঠি পাঠিয়েছি। আমাদের প্রথম দাবি হলো কোয়াবের দায়িত্বে যারা আছেন তাদের পদত্যাগ করতে হবে। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। কোয়াবের দায়িত্বে থাকারাই বোর্ডের দায়িত্বে আছেন। তারা পেশাদার ক্রিকেটারদের স্বার্থে কথা বলছেন না। প্রতি বছর নতুন করে নির্বাচন করতে হবে।

তিনি আরও জানান, ঘরোয়া ক্রিকেট আগের মতো আগের অবস্থায় আনতে হবে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক আলোচনা আছে। আমরা চাই আগামীতে যেন বাজারমূল্য হিসেবে ক্রিকেটারদের ভাবা হয়। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা অনেক বেশি অর্থ পাচ্ছে, সেভাবে দেশি পারফর্মাররা অর্থ পাচ্ছে না। এই বৈষম্য দূর করতে হবে। কোচ, গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াতে হবে। আমি শুনেছি কদিন আগেই ১৬ জন গ্রাউন্ডসম্যান পদত্যাগ করেছেন। দেশের এই শ্রমবাজারে বেতন না বাড়ানোয় তারা চাকুরি ছেড়ে দিয়েছেন। কোচিং স্টাফে নতুন আসা ড্যানিয়েল ভেট্টরি সাড়ে তিন হাজার ডলার দৈনিক বেতন পাচ্ছেন। সেখানে আমাদের দেশিয় কোচরা সেভাবে পারিশ্রমিক পাচ্ছেন না।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান যোগ করেন, ঘরোয়া লিগের সংখ্যা, ম্যাচের সংখ্যা বাড়াতে হবে। বিপিএলে সবাই অংশ নিতে পারে না। তাই ঘরোয়া টি-টোয়েন্টি আরও বাড়াতে হবে। বোর্ডের যে ক্যালেন্ডার ইয়ার আছে সেভাবে খেলা মাঠে গড়াচ্ছে না। এটা নিয়ে কাজ করতে হবে। ঘরোয়া লিগ ঠিক সময়েই মাঠে গড়ানোর ব্যবস্থা করতে হবে। মোটা দাগে ক্যালেন্ডার অনুযায়ী সূচি মানতে হবে।

শেষ দিকে ক্রিকেটারদের সহযোগিতায় এগিয়ে আসা এই আইনজীবী জানান, আমি শুনেছি ক্রিকেটারদের পাওনা গুলো ঠিক মতো দেওয়া হয় না। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাব গুলোকে এটা মানতে হবে। আরেকটা ব্যাপার শুনেছি, বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দুটির বেশি লিগে ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না। ভালো ক্রিকেটারদের চাহিদা থাকলে কেন তারা খেলতে পারবে না? এই নিয়মটি ঠিক করতে হবে। তবে, জাতীয় দলের অনুশীলন কিংবা খেলা থাকলে সেটা অন্য জিনিস। ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি কমিটমেন্ট ঠিক থাকলে তাদের বাইরের লিগে খেলতে দিতে হবে। নারী ক্রিকেটাররা দেশের জন্য ভালো করেছে। তাদের জন্যও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।

শেষ দিকে তিনি যোগ করেন, অনেক কিছু ত্যাগ করে ঝুঁকি নিয়ে ক্রিকেটাররা খেলতে আসে। তাদের অনেক অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। ফলে ক্রিকেটারদের জন্য আলাদা একটা ফান্ড থাকতে হবে। সেটা প্রভিডেন্ড ফান্ডও হতে পারে।

গত সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে জমায়েত হয়ে ধর্মঘটের ডাক দেন সাকিব আল হাসানের নেতৃত্বে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দ্রুত সমাধানের দাবিতে তারা তুলে ধরেন ১১ দফা দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলবেন না বলে সাফ জানিয়ে দেন ক্রিকেটাররা।

১১ দফা দাবির মুখে মঙ্গলবার (২২ অক্টোবর) জরুরি বোর্ড সভা ডাকে বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি জানান, ক্রিকেটারদের এই ধর্মঘটের পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারী মদদ দিয়ে যাচ্ছে। আমার ধারণা এদেশের মানুষের মতো ক্রিকেটাররা দেশকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে। সেই দিক থেকে আমি আশাবাদি তারা খেলায় ফিরে আসবে।

১৩ দফা আন্দোলন বিসিবি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর