Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পে আসেননি সাকিব, এসেও অনুশীলন করেননি তামিম


২৫ অক্টোবর ২০১৯ ১৮:১৭

ফাইল ছবি

ভারতের বিপক্ষে সিরিজের জন্য ঢাকায় অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। কয়েকদিন বেশ ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটার এবং বোর্ডের কর্মকর্তারা। তবে এখন ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে কোচিং স্টাফদের নজর ভারত সফরের দিকে। শুক্রবার (২৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেন টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা।

এদিন বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দেন সদ্য ঢাকায় পা রাখা টাইগারদের নতুন স্পিন কোচ ডেনিয়েল ভেট্টোরি। তবে এই অনুশীলন ক্যাম্পে যোগ দেননি টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ক্যাম্পে আসলেও অনুশীলন করেননি ওপেনার তামিম ইকবাল। তবে তামিমের ব্যাক আপ হিসেবে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। পারিবারিক কারণে ভারতের বিপক্ষে তামিমের টি-টোয়েন্টি সিরিজে না খেলার সম্ভবনা আছে এই ওপেনিং ব্যাটসম্যানের। আর তাই শেষ পর্যন্ত তামিম না গেলে তার বদলি হিসেবে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হচ্ছে তাকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন দল থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে।

বিজ্ঞাপন

অনেক ঝড় ঝঞ্ঝার পর আবারও মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। আর এর শুরুটা হওয়ার কথা মিরপুরে ভারতের বিপক্ষের সিরিজের অনুশীলন ক্যাম্প দিয়ে। সেখানে যোগ দেওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলের সবার। তবে ইনজুরির কারণে আগেই দল থেকে বাদ পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই ক্যাম্পে আসেননি সাইফ। আর পাঁজরের ব্যথাটা এখনও কাটিয়ে উঠতে পারেননি তামিম ইকবাল। তাই তো ক্যাম্পে যোগ দিলেও অনুশীলন করেননি তামিম। অন্যদিকে দলের অধিনায়ক সাকিব আল হাসানও অজানা কারণে যোগ দেননি ক্যাম্পে।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষের ১৫ সদস্যের স্কোয়াডের ১২ জনই যোগ দেন এই ক্যাম্পে। সেই সাথে নতুন যোগ দেওয়া স্পিন কোচ ডেনিয়েল ভেট্টোরি, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টও ছিলেন।

অনুশীলন ক্যাম্প ডেনিয়েল ভেট্টোরি তামিম ইকবাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর