Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সেমিতে চট্টগ্রাম আবাহনী


২৫ অক্টোবর ২০১৯ ২৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টানা দুই ম্যাচ জিতে সেমি ফাইনালের পথ আগেই নিশ্চিত করেছিল চট্টগ্রাম আবাহনী। তৃতীয় ও শেষ ম্যাচটা ছিল মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। নকআউট নিশ্চিত ভেবে অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশের বাইরে রেখে বিশ্রাম দিয়েছিল মারুফুল হক। সেরা ফুটবলারকে ছাড়া যদিও হারতে হয়েছে চট্টলার দলটিকে। তবে হেরেও গোল ব্যবধান পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করে শেষ চারে পৌঁছে গেছে আকাশি-হলুদরা।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) এম এ আজিজ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মোহনববাগানের কাছে এক গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। এই হারে অবশ্য পয়েন্ট তালিকায় আয়োজক দলের কোনো সমস্যা হয়নি। গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল সবার আগে নিশ্চিত করেছে মারুফুল হকের শিষ্যরা।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের মিশন শুরু করেছে আয়োজকরা। ৪-১ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়েছে জামালের চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচেও জামালের কাঁধে ভর করে প্রত্যাবর্তনের গল্প লিখে আরেকটি বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এবারও অধিনায়ক জামাল জোড়া গোল করলেন সঙ্গে একটি গোল করালেন দারুণ পাস থেকে।

টানা দুই জয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছিল চট্টলার দলটি।

তৃতীয় ম্যাচে ভারতের ক্লাব মোহনবাগানের কাছে হেরে যায় আবাহনী। ৫৭ মিনিটে ভিপি সোহাইরের গোলে লিড নিয়ে ওই ব্যবধানেই ম্যাচটা জিতে নেয় মোহনবাগান। এ জয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিতে পা রেখেছে মোহনবাগান। দুই ম্যাচ জিতেছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি।

গ্রুপ এ’র পয়েন্ট টেবিলে একই পয়েন্ট নিয়েও বিদায় নিতে হয়েছে লাওসের দল ইয়াং এলিফ্যান্টসের। গোল ব্যবধানে তৃতীয় হয়ে মিশনকে বিদায় বলতে হয়েছে তাদের। আজ শেষ ম্যাচে টিসি স্পোর্টসকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ইয়াং এলিফ্যান্টস।

এদিকে বি গ্রুপের দুটি ম্যাচ এখনো বাকি। ২৬ অক্টোবর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। জানা যাবে সেমি ফাইনালে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ হচ্ছে কে। আগামী ২৮ অক্টোবর বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ছবি: শ্যামল নন্দী

আবাহনী ফাইনাল ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর