Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীকে জবাব দিচ্ছেন নাঈম-নাসিররা


২৭ অক্টোবর ২০১৯ ১৮:৩৪

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ। টস জিতে রাজশাহী ব্যাটিংয়ে নামলে রংপুরের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতের নিজেদের প্রথম ইনিংস খুব বেশি দূর টানতে পারেনি। ২০১ রানে অলআউট হয় রাজশাহী।

জবাবে, নাঈম ইসলাম, নাসির হোসেনদের ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসে রংপুর ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৬৩ রান। ৬২ রানের রানে এগিয়ে আছে রংপুর বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে, আউটফিল্ড ভেজা থাকায় বগুড়ায় বরিশাল বিভাগ আর ঢাকা মেট্রোর মধ্যকার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও খেলা হয়নি। রাজশাহীতে চট্টগ্রাম বিভাগ আর সিলেট বিভাগের মধ্যকার ম্যাচেও প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কোনো বল মাঠে গড়ায়নি।

ওদিকে, কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ। টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার এনামুল হক বিজয় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথমশ্রেণির ক্রিকেটে এটি তার ১৯তম সেঞ্চুরি। সবকটি উইকেট হারিয়ে খুলনা তুলেছে ৩৭১ রান। জবাবে, ঢাকা বিভাগ ২ উইকেট হারিয়ে তুলেছে ২০৬ রান। ১৬৫ রানে পিছিয়ে আছে ঢাকা বিভাগ।

রাজশাহীর ওপেনার মিজানুর রহমান ২৪, সাব্বির হোসেন ৫, জুনায়েদ সিদ্দিকী ৭ রান করেন। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৩৪ রান। সাব্বির রহমান (৮) ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। দলপতি ফরহাদ হোসেন করেন ইনিংস সর্বোচ্চ ৬০ রান। সানজামুল ১০, মুক্তার আলি ১৬, তাইজুল ইসলাম ৬ রান করেন।

রংপুরের লেগি রিশাদ হোসেন ২০ ওভারে ৫০ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। সাজেদুল ইসলাম দুটি আর সোহরাওয়ার্দি শুভ দুটি করে উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

রংপুরের ওপেনার মেহেদি মারুফ সর্বোচ্চ ৭৮ রান করেন। নাঈম ইসলাম করেন ৫৪ রান। আরেক ওপেনার মাহমুদুল হাসান ২ আর তিন নম্বরে নামা সোহরাওয়ার্দি শুভ ১ রানে বিদায় নেন। আরিফুল হকের ব্যাট থেকে আসে ৪৭ রান। তানবীর হায়দার ৫ রানে ফিরলেও দ্বিতীয় দিন শেষে নাসির হোসেন ৫৫ এবং ধীমান ঘোষ ১৪ রানে অপরাজিত আছেন।

রাজশাহীর সাকলাইন সজীব, দেলোয়ার হোসেন এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট তুলে নেন। ইফতেখার সাজ্জাত পেয়েছেন দুটি উইকেট।

জাতীয় লিগ নাসির রংপুর-রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর