Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা


২৭ অক্টোবর ২০১৯ ২০:০২

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে মেয়েরা। ৪ উইকেটে হেরেছে শায়লা শারমিনের দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ৩৩.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

চার দলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশের জয় একটি করে। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে স্বাগতিকরা। এদিকে, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের প্রতিপক্ষ স্বাগতিক লঙ্কান মেয়েরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শোভানা মোস্তারি। ওপেনার মুর্শিদা করেন ১৫ রান। ১০ রান করেন দলপতি শায়লা শারমিন। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ দিকে ১৯ রান করেন নাহিদা আক্তার। লঙ্কানদের হয়ে কাভিশা দিলহারি তিনটি, সন্দীপানি দুটি আর থিমাসিনি দুটি করে উইকেট তুলে নেন।

১২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দলপতি হর্ষিতা মাদাভি ৮৩ বলে করেন ৫৩ রান। ওপেনার ইমালকা মেন্ডিস ১৪, থিমাসিনি ১৮, লিহিনি আপসারা ১৩ আর সন্দীপানি ১২* রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা তিনটি, ফাহিমা দুটি আর মুমতাহিনা একটি করে উইকেট তুলে নেন।

নারী ক্রিকেট বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর