Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে মাঠে গড়াচ্ছে জার্মান ক্লাসিকো


৯ নভেম্বর ২০১৯ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুন্দেসলিগায় জার্মান ক্লাসিকোতে রাতে বুরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ এরিনায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

জার্মান লিগের সাম্প্রতিক পারফর্মেন্স এগিয়ে রাখছে ডর্টমুন্ডকে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে দলটি। আবার মুখোমুখি পরিসংখ্যান এগিয়ে রাখছে বায়ার্ন মিউনিখকে। মুখোমুখি ১১৫ লড়াইয়ে স্বাগতিকদের জয় ৫৫ টি ম্যাচে। অপরদিকে ডর্টমুন্ডের জয় ৩১ টি ম্যাচে।

যদিও বিপরীত চিত্রটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইতোমধ্যে বায়ার্ন গ্রুপ পর্ব থেকে নকআউটে নাম উঠিয়েছে তারা। একদিকে নতুন কোচের সন্ধান করা, আরেকদিকে বুন্সেলিগায় স্বরুপে ফেরা। একসাথে দুটো চ্যালেঞ্জ নিয়ে এগোতে হচ্ছে মিউনিখকে।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে স্বাগতিকরা দলে পাচ্ছে না লুকাস হার্নান্দেজ, জান ফিয়েতেকে। আর সফরকারীদের দিক থেকে অনিশ্চিত জাডোন সানচো।

সফরকারীরা আজ জিতলে উঠে যাবে টেবিলের শীর্ষে। কিন্তু বিপরীত ফলাফলে ডর্টমুন্ডকে টপকে দুইয়ে উঠে আসবে মিউনিখ।

জার্মান ক্লাসিকো জার্মান বুন্দেস লিগা বায়ার্ন মিউনিখ বুরুশিয়া ডর্টমুন্ড বুরুশিয়া ডর্টমুন্ড- বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর