Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষে বাংলাদেশে ম্যানচেস্টার ইউনাইটেড!


২৪ নভেম্বর ২০১৯ ১৯:৫২ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত আয়োজন করা হবে বছরব্যাপী নানা কর্মসূচী। সেখানে থাকছে খেলাধুলারও নানা বিশেষ আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশে খেলতে আসতে পারে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

বিষয়টি নিশ্চিত করেছেন যুব  ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাফুফে সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ । তাদের বরাত দিয়ে জানা যায় মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। বাংলাদেশে এসে তারা ভেন্যু, খেলোয়াড়দের থাকার হোটেল, যোগাযোগ ব্যাবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

সব কিছু ঠিক থাকলে আগামী বছর জুনে বাংলাদেশে আসবে ম্যান ইউ। তবে কাদের বিপক্ষে খেলবে তারা সেটি এখনও নিশ্চিত করা যায়নি। তবে বাফুফে সাধারন সম্পাদক জানিয়েছেন, ম্যাচের তারিখ এবং প্রতিপক্ষ নির্ধারণে কিছুটা সময় লাগবে। য়্যুভেন্টাস, পিএসজির মত বড় বড় ক্লাবগুলোর এজেন্টদের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন।

ইউরোপ পিএসজি বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী বাফুফে ম্যানচেস্টার ইউনাইটেড য়্যুভেন্টাস