Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ডের সবাই চায় সৌরভ গাঙ্গুলির মেয়াদ বাড়ুক; তবে…


১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৬

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলি সহ বিসিসিআই-এর অন্যান্য পদাধিকারীদের কার্যকালের মেয়াদ বাড়াতে সর্বসম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে খুব শীঘ্রই আদালতে সংবিধান পরিবর্তনের জন্য আবেদন করবে বোর্ড।

প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হওয়া বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। লোধা আইনের সংশোধনের বিষয়টিও সর্বসম্মতিক্রমে পাশ হয় এই সভায়।

সংশোধনের পর নতুন নিয়ম অনুযায়ী বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ৯ মাসের পরিবর্তে সম্পূর্ণ মেয়াদে অর্থাৎ তিন বছরের জন্য তার পদে থাকতে পারবেন। সুপ্রিম কোর্ট সংবিধান সংশোধনের প্রস্তাবে রাজি হলে নতুন নিয়ম কার্যকর করা হবে।

উল্লেখ্য, বর্তমান সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআইয়ের আধিকারিক হিসেবে পরপর দু-বার নির্বাচিত হন, তবে তাকে বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য ‘কুলিং অফে’ যেতে হবে। এই নিয়ম অনুযায়ী সভাপতি পদে সৌরভ দায়িত্ব পালন করতে পারতেন মাত্র ৯ মাস।

তবে দায়িত্ব নেবার পর ভারতের ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন গাঙ্গুলি। দেখিয়েছেন বেশ চমকও। ফলে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সংবিধান পরিবর্তন করে পূর্ণ মেয়াদে তাকে পেতে সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা।

প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর