এক বছরের স্থগিত নিষেধাজ্ঞায় শহিদ-আরাফাত
২ ডিসেম্বর ২০১৯ ১২:৪৫
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন মাঠে হাতাহাতির ঘটনায় জড়িয়ে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা পেলেন পেসার মোহাম্মদ শহিদ ও ব্যাটসম্যান আরাফাত সানি জুনিয়র। এই এক বছর তারা ক্রিকেট খেলতে পারবেন কিন্তু থাকবেন কড়া নজরদারিতে। স্থগিত নিষেধাজ্ঞা চলাকালীন মাঠে ও মাঠের বাইরে একই ঘটনার পুনারাবৃত্তি ঘটালে অবিলম্বে তাদের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
সোমবার (২ ডিসেম্বর) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক ও টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘ওরা খেলতে পারবে কিন্তু নজরদারিতে থাকবে। এর মধ্যে যদি আবার একই ঘটনা ঘটায় তাৎক্ষণিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।‘
একই ঘটনায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদাত হোসেন রাজীব। এবং সেই সঙ্গে তাকে গুনতে হচ্ছে নগদ তিন লাখ টাকা জরিমানা। পাঁচ বছরের নিষেধাজ্ঞার প্রথম তিন বছর তিনি কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। আর শেষ দুই বছর থাকছে স্থগিত নিষেধাজ্ঞা।
তবে ১৭ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের সদ্য সমাপ্ত মৌসুমের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন আরাফাত সানি জুনিয়রকে প্রথমে ধাক্কা দেন মোহাম্মদ শহীদ। এরপর তেঁড়ে এসে তার গায়ে হাত তোলেন শাহাদাত।
এমতাবস্থায় প্রশ্ন উঠতেই পারে, প্রথমে ধাক্কাটি দিলেন শহীদ এরপর চড়-থাপ্পড় দিলেন শাহাদাত, তাহলে আরাফাতকে কেন স্থগিত নিষেধাজ্ঞা শুনতে হল? অতি প্রাসঙ্গিক এই প্রশ্নটি করা হয়েছিল নান্নুকে এবং এর জবাবে তিনি জানালেন, মাঠে ওই দিন তর্কাতর্কির শুরুটা করেছিল আরাফাত জুনিয়রই, তাই।‘
আরাফাত সানি জুনিয়র এক বছরের নিষেধাজ্ঞায় মোহাম্মদ শহীদ স্থগিত নিষেধাজ্ঞা