Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল ভূঁইয়াদের জন্য বাফুফের ৩৪ লাখ টাকার পুরস্কার ঘোষণা


৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২

ঢাকা: চলতি দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ফুটবল ডিসিপ্লিনে বাংলাদেশ দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ জিতলেই জামাল ভূঁইয়াদের জন্য প্রায় ৩৪ লাখ টাকার আর্থিক প্রণোদনা দেয়া হবে বলে জানানো হয়।

                                                            পড়ুন: নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এই ঘোষণা দেয়া হয় বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সাধারণ সম্পাদক জানান, ‘স্বর্ণ জিতলে তাদের ৪০ হাজার ইউএস ডলার (বাংলাদেশের টাকায় প্রায় ৩৪ লাখ) দেয়া হবে।’

এবছর অংশ নেয়নি ভারত। আর তাই তো শক্তিমত্তার বিচারে বাংলাদেশই ছিল ফেবারিট। তবে শুরুটা বেশ ম্যাড়মেড়ে হয়েছে জামাল ভূঁইয়াদের। ক্লাবগুলো খেলোয়াড় না ছাড়ায় অনুশীলন করতে পারেননি জেমি ডে। নেপালে পৌঁছে অনুশীলনের সুযোগ মিলেছে মাত্র দুই দিন। আর তাতে যা হওয়ার তাইই ঘটেছে। প্রথম ম্যাচেই ভুটানের কাছে হার। এরপর মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনাল খেলার স্বপ্ন যেন দু:স্বপ্ন হয়ে পড়েছিল বাংলাদেশের।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০’র জয় আবারও টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা দেখাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেখানে শর্ত ছিল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে কমপক্ষে তিন গোলের ব্যবধানে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে পরের পর্বে খেলবে তারা। ঘরের মাঠে স্বাগতিক নেপালকে ৩-০ গোলের ব্যবধানে হারানোটা অসাধ্যকর ছিল বটে। তবে সেখানে আবারও আশার সঞ্চার ঘটেছে।

নেপালের বিপক্ষে এখন কেবল জিতলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। থাকছে না কোনো গোল ব্যবধানে জেতার তাড়া। দক্ষিণ এশিয়ান গেমসের আয়োজকরা নিশ্চিত করেছেন বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচে যে দলই জয়ী হবে তারাই খেলবে ভুটানের বিপক্ষে ফাইনাল। কারণ গোল ব্যবধানের নিয়ম তুলে নিয়ে এখন থেকে দেখা হবে মুখোমুখি লড়াই। অর্থাৎ দুই দলের পয়েন্ট সমান হলে তাদের মুখোমুখি দেখায় যে দল জয়ী হয়েছে সে দলই খেলবে পরের পর্বে।

বিজ্ঞাপন

আর তাই তো গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে বাংলাদেশ যেকোনো ব্যবধানে জয় লাভ করলেই চলে যাবে ফাইনালে। রবিন লিগ টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়ে অবস্থান বাংলাদেশের। আর বাংলাদেশের সমান তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেপাল। অর্থাৎ বাংলাদেশের থেকে ৩ পয়েন্ট এগিয়ে আছে নেপাল।

আজ বাংলাদেশের সামনে জয় ছাড়া খোলা নেই কোনো পথ অন্যদিকে শুধু ড্র হলে যথেষ্ট নেপালের ফাইনালে যাওয়া। আর গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে ভুটান।

আজ দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটাঢ নেপালের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

১৩ তম এসএ গেমস আর্থিক পুরস্কার ঘোষণা জামাল ভূঁইয়া বাফুফে বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর