অনলাইনে বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান র্যাবিটহোলে
৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৭
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ( রোববার, ৮ ডিসেম্বর)। এবারের বিপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠান চোখ ধাঁধানো হবে বলে আগেই জানিয়েছেন আয়োজকরা। এ উদ্বোধনী অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল জিটিভি এবং অনলাইনে দর্শকরা দেখতে পারবেন ডিজিটাল প্লাটফর্ম র্যাবিটহোলে।
ছয় ঘণ্টাব্যাপী এ আয়োজনে মঞ্চ মাত করবেন বলিউড মেগাস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। সঙ্গীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম, কৈলাশ খের। থাকবে ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নগর বাউল জেমসের পরিবেশনা।
বিশেষ বিপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি অনলাইনে দর্শকরা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে দেখতে পারবেন এই লিঙ্কে https://www.youtube.com/watch?v=yQHnoHh25LI
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে র্যাবিটহোলবিডির ওয়েবসাইটে- https://www.rabbitholebd.com/
বঙ্গবন্ধু বিপিএল-এর মাঠের লড়াই শুরু হবে বুধবার (১১ ডিসেম্বর) থেকে। আসরের প্রতিটি ম্যাচ জিটিভি ও র্যাবিটহোলবিডি সরাসরি সম্প্রচার করবে।