Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসি সর্বকালের সেরা নয়’- রোনালদিনহো


১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৯

চলতি বছরের ডিসেম্বরেই নিজের ষষ্ঠ ব্যালন ডি অর জয় করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে জিতেছেন ফিফা’র ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডও। সমর্থকদের মতে লিওনেল মেসির তুলনা চলে কেবল তার নিজের সঙ্গেই। আর সতীর্থরাও তাকে সর্বকালের সেরাদের একজন হিসেবেই বলে আসছে। তবে এখানে ব্রাজিলিয়ান ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো একমত হতে পারেননি এমন প্রশ্নের জবাবে। তার চোখে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার নন।

বিজ্ঞাপন

বার্সেলোনার হয়ে ২০০৬ সালে অভিষেক, আর রোনালদিনহোর অ্যাসিস্ট থেকেই নিজের প্রথম গোলটিও পেয়ে যান মেসি। আর সেই রোনালদিনহোর চোখেই কিনা সর্বকালের সেরা ফুটবলার হতে পারেননি মেসি। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সেই সঙ্গে সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও মেসিই। জিতেছেন বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ শিরোপাও। আর ব্যক্তিগত দিক বিবেচনা করলেই জিতেছেন সম্ভাব্য সকল অ্যাওয়ার্ডই।

তার সমসাময়িক সকল ফুটবলারদের থেকে বেশি সংখ্যক ব্যালন ডি অর। আর পাঁচটি ব্যালন ডি অর জিতে লিওনেল মেসির সমানই ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবছর নিজের ষষ্ঠ ব্যালন জিতে তাকে ছাড়িয়ে গেছেন মেসি। ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন আর ঠিক সেখানেই তার থেকে দুই বছরের তরুণ মেসি দেখাচ্ছেন লা লিগায় নিজের জাদু। এখন পর্যন্তও লা লিগার সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টদাতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি।

২০১৯-২০২০ সালে লা লিগায় ১২ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন মেসি। তবে এত কিছু করেও রোনালদিনহোর মতকে নিজের দিকে আনতে পারেননি মেসি। সম্প্রতি মেক্সিকোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন প্রশ্নের সম্মুখীন হন রোনালদিনহো। সেখানে কথা বলার সময় ষষ্ঠ ব্যালন ডি অর জয়ে মেসিকে শুভেচ্ছাও জানান রোনালদিনহো।

তিনি বলেন, ‘আমি মেসির ব্যালন ডি অর জয়ে অনেক খুশি হয়েছি। কারণ সে আমার বন্ধু, আর সে বার্সেলোনার দলপতি হয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি না সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। যদিও আমি তুলনা করাটা পছন্দ করি না। লিওনেল মেসি তার সময়ের সেরা ফুটবলার। কিন্তু যদি সর্বকালের সেরা বলতে হয় তাহলে এই তালিকায় ডিয়েগো মারাডোনা আছেন, গ্রেট পেলে আছেন আরও আছেন রোনালদো নাজারিও।‘

বিজ্ঞাপন

ফিফা দ্য বেস্ট রোনালদিনহো রোনালদো লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর