Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস হকির নবম দিনে জয় পেয়েছে সোনালী ব্যাংক


১৭ ডিসেম্বর ২০১৯ ২১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস হকির নবম দিনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বড় জয় পেয়েছে সোনালী ব্যাংক। আর ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ সেনা বাহিনী এবং বাংলাদেশ নৌ বাহিনী।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো সোনালী ব্যাংক এবং বাংলাদেশ পুলিশ। আরশাদ হোসেনের হ্যাট্রিকসহ ৪ গোলে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় তুলে নেয় সোনালী ব্যাংক।

ম্যাচের ১১ মিনিটে সোনালী ব্যাংককে প্রথম লিড এনে দেন আরশাদ। এরপর ১৮, ৫৬ এবং ৫৮ মিনিটে করেন আরও তিনটি গোল। এর মাঝে রাজীব দাস ১৬ মিনিটে এবং মাহবুব হোসেন ২১ এবং ২৮ মিনিটে গোল করে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশ পুলিশকে।

বিজ্ঞাপন

দিনের অপর ম্যাচে বাংলাদেশ নৌ বাহিনীর সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ সেনা বাহিনী। ম্যাচের ৭ম মিনিটে নৌ বাহিনীকে প্রথম লিড এনে দেন সারোয়ার হোসেন। ঠিক তার ৪ মিন পর বাংলাদেশ সেনা বাহিনীকে সমতায় ফেরান সোহানুর রহমান।

৩৯ মিনিটে সেনা বাহিনীকে এগিয়ে নেন মামুন মিয়া। কিন্তু  ৫৫ মিনিটে সেই গোল শোধ করেন নৌ বাহিনীর মইনুল ইসলাম। শেষ পর্যন্ত দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনা বাহিনী-বাংলাদেশ নৌ বাহিনী।

বিজয় দিবস হকি টুর্নামেন্ট হকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর