দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস
১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৪
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পেয়েই দেশটির ক্রিকেট ব্যবস্থাপনায় প্রবল ঝাঁকুনি দিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। সতীর্থ উইকেটরক্ষক মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন। বাংলাদেশ থেকে ডাকিয়ে নিচ্ছেন আরেক সতীর্থ শার্ল ল্যাঙ্গাভেল্টকে। সাবেক এই পেসারকে দেওয়া হবে পেস বোলিং কোচের দায়িত্ব; এখানেই থেমে নেই স্মিথ। এবার ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছেন আরেক নন্দিত সতীর্থ জ্যাক ক্যালিসকে।
বুধবার (১৮ ডিসেম্বর) থেকেই ৫১৯টি আন্তর্জাতিক ম্যাচে ২৫,৫৩৪ রান ও ৫৭৭ উইকেট শিকারি সাবেক এই অলরাউন্ডারকে প্রোটিয়া দলের ব্যাটিং গুরুর বেসে দেখা যাবে। এবং চলতি মাসে আসন্ন ইংল্যান্ড সিরিজেই দিয়ে শুরু হবে তার মিশন।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জ্যাক ক্যালিসের খবর প্রকাশ করেছে।
২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ইংলিশদের বিপক্ষে টেস্ট দিয়ে যাত্রা শুরু করবে প্রোটিয়া নতুন কোচিং স্টাফরা। সিরিজে দু্ই দলের চারটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে।