Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিল হলো নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন


১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:২৩

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের কারণে মেলবোর্নের তাপমাত্রা গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এবং বুধবার (১৮ ডিসেম্বর) উঠে গিয়েছিলো ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা কিনা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)।

অতিরিক্ত তাপদাহের কারণে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করেছে নিউজিল্যান্ড।

প্রবল এই তাপদাহের কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যজনীত সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টেড।

তিনি জানান, ‘ আমরা রবিবার ওয়ানডে ম্যাচ খেলার আগে শুক্রবার দিন অনুশীলন করবো যদি আবহাওয়া এখনকার চেয়ে ঠাণ্ডা হয়। এরপর আমরা সিদ্ধান্ত নেব প্রস্তুতি ম্যাচটি খেলবো কিনা।’

এর আগে বক্সিং ডের প্রথম টেস্টে অজিদের কাছে ২৯৬ রানের বড় হারের স্বাদ পায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে আগামি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া তাপদাহ নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর