Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন আজাহার


২৪ ডিসেম্বর ২০১৯ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি আর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে কেবল টি-টোয়েন্টি খেলতে আর টেস্ট সিরিজ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। আর এতেই ক্ষেপেছে পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত সবাই। প্রথমে পিসিবির সভাপতি এহসান মানি এরপর প্রধান কোচ মিসবাহ উল হক এবং শেষে এই তালিকায় যোগ দিলেন টেস্ট দলের অধিনায়ক আজাহার আলী।

আরও পড়ুন: ঝাঁঝালো পিসিবি, সিদ্ধান্ত বদলাবে বিসিবি?

সোমবার (২৩ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছেন,’পাকিস্তান দেশের বাইরে আর কোনো সিরিজ খেলবে না। কেউ যদি পাকিস্তানের সঙ্গে খেলতে চায় তাহলে অবশ্যই দেশের মাটিতে এসে খেলতে হবে।‘

বিজ্ঞাপন

কেবল এই নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশক ক্রিকেট বোর্ডে পাঠানো হয়েছে ই-মেইলও। সেখানে বাংলাদেশকে জানানো হয়েছে টেস্ট খেললে পাকিস্তানেই খেলতে হবে বাংলাদেশ। তার আগে পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হক বেশ রুষ্ট কণ্ঠে জানিয়েছেন কেন বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে চায় না সেটাই তিনি বুঝতে পারছেন না। আর সেই সঙ্গে নিরাপত্তার ব্যাপারটা তার কাছে কেবল হাস্যকরই লাগছে। সম্প্রতি শ্রীলঙ্কা দল পাকিস্তানে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে। আর এ জন্যই বাংলাদেশকেও সেখানে খেলার জন্য চাপ সৃষ্টি করার দিকেই নজর পাকিস্তানের।

                                                    পড়ুন: বাংলাদেশের ওপর ক্ষুদ্ধ পাকিস্তানের কোচ মিসবাহ

পিসিবি’র প্রধান আর প্রধান কোচের পর এবার পাকিস্তান টেস্ট দলের অধিনায়কও বেশ ক্ষুদ্ধ হয়েছেন বাংলাদেশের ওপর। আর শেষ পর্যন্ত তিনি আইসিসি’র দ্বারস্ত হওয়ার কথা বলেছেন। আজাহার আলী বলেন, ‘আমি নিশ্চিত বাংলাদেশের সঙ্গে এই বিষয়টি দেখছে পিসিবি। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফর করতে না চাওয়ার কারণ আমি বুঝতে পারছি না।‘

আর এরপরেই ক্ষুদ্ধ পাকিস্তানি অধিনায়ক আজাহার বলেন, ‘আমরা টেস্ট খেলার সুযোগ খুব বেশি পাই না, আমার ধারনা বাংলাদেশও সেভাবে টেস্ট খেলার সুযোগ পায় না। তাই আমাদের একে অপরকে সহযোগিতা করা দরকার। আর তাই আমি আইসিসিকে বলবো ব্যবস্থা নিতে, কারণ বাংলাদেশের পাকিস্তানে না আসার কোনো কারণ নেই। সব কিছু চলছে দারুণভাবে।‘

প্রসঙ্গত, ২০১৯ সালে দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে সেখানে। এরপর পরিস্থিতি কিছুটা পাল্টে যাওয়ায় ধীরে ধীরে পাকিস্তান সফর করেছে অনেকেই। খোদ শ্রীলঙ্কাই সেখানে সফর করেছে বেশ কয়েকবার।

আর তাই তো পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক আজহার আলী বারবার সেই লঙ্কানদের উদাহরণই টানছেন বাংলাদেশের সামনে, ‘এই সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। অনেক দলই আসছে, যাচ্ছে। পিএসএলের অনেক ম্যাচ আমরা এখানেই খেলেছি। বিশ্ব একাদশ এসেছে, বড় বড় অনেক দল এখানে খেলে গেছে। সবচেয়ে বড় কথা সেই শ্রীলঙ্কা দলই পাকিস্তানে এসে খেলল। একটি নয়, তারা খেলেছে দু’টি টেস্ট। এখন এশিয়ার দলগুলো যদি একে অপরকে সহায়তা না করে, তাহলে আমাদের পরিস্থিতি কোথায় দাঁড়াবে?’

আইসিসি টেস্ট অধিনায়ক আজাহার আলী পাকিস্তান সফর পিসিবি বাংলাদেশ বনাম পাকিস্তান বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর