Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার সর্বোচ্চ হকি ফেডারেশনের কমিটিতে ৭ বাংলাদেশি


২৪ ডিসেম্বর ২০১৯ ১৯:২৭

ঢাকা: এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) বিভিন্ন কমিটিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাত হকি সংগঠক। সঙ্গে এএইচএফ-এর কার্যনির্বাহী সভায় বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। এই সভায় এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এশিয়ান হকির উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি জনাব আব্দুর রশীদ শিকদারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

শুধু তাই নয় আসন্ন টোকিও অলিম্পিক ঘিরে রশীদ শিকদারকে একটি বিশেষ স্মারকও উপহার দেন এএইচএফ-এর সভাপতি ফুমিও ওগুরা ও প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সাজেদ এ. এ. আদেলও।

এছাড়া এশিয়ান হকি ফেডারেশনের বিভিন্ন সাব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের হকি সংশ্লিষ্টরা। সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- মোহাম্মদ কাওসার আলী (সদস্য, এএইচএফ গভরনেন্স প্যানেল), জাহিদ হোসেন রাজু (সদস্য, এএইচএফ অ্যাথলেটস প্যানেল), টুটুল কুমার নাগ (সদস্য, এএইচএফ কম্পিটিশন্স কমিটি), মাকসুদুর রহমান (সদস্য, এএইচএফ আম্পায়ারিং কমিটি), আ ন ম মামুন উর রশীদ (সদস্য, এএইচএফ ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি), তারিক উজ জামান নান্নু (সদস্য, এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমী কমিটি), আলমগীর আলম (সদস্য, এএইচএফ মাস্টার্স হকি প্যানেল)

উপরোক্ত সংগঠকদের মধ্যে জাহিদ হোসেন রাজু, টুটুল কুমার নাগ, তারিক উজ জামান নান্নু ও আলমগীর আলম বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

বিজ্ঞাপন

এছাড়া, আগামী বছর জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ও জুনিয়র এশিয়া কাপ ২০২০ এবং নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে ঢাকায় আসবে এএইচএফ-এর প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ এশিয়ান হকি ফেডারেশন জুনিয়র এশিয়া কাপ ২০২০ বঙ্গবন্ধু জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) হকি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর