Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে ঢাকায় ফেরা উদযাপন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স


২৭ ডিসেম্বর ২০১৯ ১৭:২৩

মিরপুরের বিপিএলের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ মারকুটে ভাবে ছিলেন চট্টগ্রামের দুই ওপেনার। কিন্তু দলীয় ২৫ রানেই দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দেন মাশরাফি এবং মেহেদী হাসান।

দ্রুত উইকেট পতনের ফলে ওয়ালটনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস। কিন্তু সেই প্রতিরোধে গতিরোধকের মতো আঘাত হানেন ওয়াহাব রিয়াজ। ১৬ বলে ২৫ করা ওয়ালটনকে ফেরেন এই পাক বোলারের শিকার হয়ে।

কিন্তু উইকেটের অপরপ্রান্তে থাকা ইমরুল কায়েস খেলতে থাকেন নির্লিপ্ত ভঙ্গিমায়। সঙ্গে নেন রায়ান বার্লকে। দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জয়ের লক্ষ্যে। কিন্তু বেরসিকের মতো চট্টলার শিবিরে চতুর্থ আঘাত হানেন ওয়াহাব রিয়াজ। রায়ান বার্লকে ১৩ রানে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি।

এরপর জয়ের বাকি কাজটা সারেন ইমরুল কায়েসই। নুরুল হাসান সোহানের সাথে মিলে ৮ বল হাতে রেখেই দলকে এনে দেন ৬ উইকেটের জয়। সেই সাথে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ইনিংস শেষে অপরাজিত থাকেন ইমরুল কায়েস (৫৪) এবং নুরুল হাসান (৫)। ঢাকার হয়ে দুইটি উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

চিরচেনা সাদামাটা রূপে ফিরে গেলো বিপিএল

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে ১২৫ রানে থামে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ইনিংসের চাকা। চট্টলার হয়ে দুটি করে উইকেট পান মুক্তার আলি এবং রায়ান বার্ল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর