Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


২৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৪

বিপিএলের তৃতীয় পর্বে শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের বিপক্ষে হার দিয়ে ঢাকা পর্বের ম্যাচ শুরু করেছিলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। এই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

এই আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ টিতেই জয় পেয়েছে টেবিলের দুই নম্বরে থাকা রাজশাহী। তাদের হার রয়েছে মাত্র একটি ম্যাচে। ঢাকায় প্রথম পর্বে খেলা দুই ম্যাচের দুইটিতেই বড় জয় পেয়েছিলো দলটি। এর ভেতর একটি যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষেই। চলতি বিপিএলের তৃতীয় ম্যাচে ৯ উইকেটের জয় ছিনিয়ে এনেছিলো দলটি।

বিজ্ঞাপন

অপরদিকে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন খেলে ফেলেছে ৭ টি ম্যাচ। যার ভেতর ৪ টিতে জয় এবং তিনটিতে হারের দেখা পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা প্লাটুন।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে দুই দল।

অপরদিকে দিনের প্রথম ম্যাচে একই দিন দুপুর দেড় টায় মুখোমুখি হবে সিলেট থান্ডার এবং রংপুর রেঞ্জার্স।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর