তামিম-আসিফে ভর করে লড়াকু সংগ্রহ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের
৩০ ডিসেম্বর ২০১৯ ২০:২১
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (৩০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের সামনে ১৭৫ রানের লক্ষ্য দাঁড় করে দিয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল হক। এরপরই শুরু হয় ঢাকার শিবিরে আসা যাওয়ার মিছিল।
দলীয় ৮৪ রান তুলতেই এই মিছিলে শামিল হন লুইস রিস, মেহেদী হাসান, আরিফুল হক, মাশরাফি বিন মোর্ত্তজা।
কিন্তু উইকেট আগলে রেখে দলের হাল ধরে রাখেন তামিম ইকবাল। আসিফ আলিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক।
থেমে থাকেননি আসিফও। তামিমের দেখাদেখি তিনিও খেলেন ২৪ বলে অর্ধশতকের এক ঝড়ো ইনিংস। এই দুইজনের ব্যাটে ভর করে রাজশাহীর সামনে লড়াকু ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ইনিংস শেষে অপরাজিত থাকেন তামিম ইকবাল (৬৮) এবং আসিফ আলী (৫৫)। রাজশাহীর পক্ষে দুই উইকেট নেন ফরহাদ রেজা।