Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে যুবা বিশ্বকাপ দল


৪ জানুয়ারি ২০২০ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। এমিরেটস এয়ারলাইনস যোগে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছিল অধিনায়ক আকবর আলী ও তার দল। প্রায় ১২ ঘণ্টা ভ্রমন শেষে শনিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় তারা জোহানেসবার্গে অবতরণ করেছে।

জোহানেসবার্গে পৌঁছে ৭ জানুয়ারি সেনউইস পার্কে আফগান যুবাদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে পচেফস্ট্রূম অনূ-১৯ দলের বিপক্ষে। তৃতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি প্রেটোরিয়র তাকস ওভালে। যেখানে লাল সবুজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শেষ প্রস্তুতি ম্যাচের ভেন্যু জোহানেসবার্গের সেইন্ট জোনস। ১৫ জানুয়ারি এই ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের যুবারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিশ্বকাপের মুল পর্ব শুরু করবে ১৮ জানুয়ারি, পচেফস্ট্রুমের মার্কস ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২১ জানুয়ারি উইটরান্ড ওভালে আকবরদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর ২৪ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগার যুবারা লড়বে পাকিস্তানের বিপক্ষে। ভেন্যু-পচেফস্ট্রুমের মার্কস ওভাল।

প্রতিটি ম্যাচই স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ যুবা দল