এগিয়ে আসছে জিম্বাবুয়ে সিরিজ
৬ জানুয়ারি ২০২০ ১৫:৫৬
আইসিসি’র ভবিষ্যৎ সফর পরিকল্পনানুযায়ী টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর করার কথা ছিল। ক্রিকেট পাড়ায় গুঞ্জন মার্চে নয়, এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে রোডেসিয়ানরা।
কারণ হিসেবে জানা গেছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মার্চে টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত থাকবে। সেকারণেই সিরিজটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো তা চুড়ান্ত হয়নি। বিষয়টি আপাতত আলোচনার পর্যায়েই আছে।
সোমবার (৬ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা কমিটির প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। খুব শিগগিরই চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।‘
নাম প্রকাশে অনিচ্ছকু এক সুত্রমতে, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ আসার কথা রয়েছে।
ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ