আরও একটি রেকর্ডের সামনে কোহলি
৭ জানুয়ারি ২০২০ ১৬:৪৬
কোহলি এবং রেকর্ড যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ। নতুন বছরটি নতুন এক রেকর্ড দিয়ে শুরু করতে যাচ্ছেন ভারতের এই অধিনায়ক। আর সেই রেকর্ডের জন্য কোহলির প্রয়োজন মাত্র এক রান।
শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যাট করতে নেমে এক রান করলেই তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। বনে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
সেই সাথে টপকে যাবেন সতীর্থ রোহিত শর্মাকে। ১০৪ ম্যাচের ৯৬ ইনিংসে ২৬৩৩ রান করেছেন রোহিত শর্মা। আর মাত্র ৭৬ ম্যাচে ৭০ ইনিংসে ভারত অধিনায়ক তুলেছেন ২৬৩৩ রান।
আন্তর্জাতিক টি-২০ তে তৃতীয় সর্বাধিক রানের অধিকারী হিসেবে রয়েছেন কিউই তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৮৩ ম্যাচে ৮০ ইনিংসে তুলেছেন ২৪৩৬ রান তুলেছেন তিনি। পরের অবস্থানেই রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক, যার সংগ্রহ ২২৬৩ রান। এরপর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০৭৯)।