মুমিনুল-মেহেদীর ব্যাটে বড় সংগ্রহ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের
১১ জানুয়ারি ২০২০ ২০:২০
লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য খুলনা টাইগার্সকে ২০৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সংগ্রহ ২০৫ রান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (১১ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে মাশরাফি বাহিনীকে ব্যাট করতে পাঠায় মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা।
দলীয় ১ রানে তামিম ইকবাল এবং ১৩ রানে বিজয় বিদায় নিলে বেশ চাপে পরে ঢাকা। এরপর উইকেটে নেমে রানের ঝড় তোলেন জাকের আলী। কিন্তু ৭ বলে ১৪ করে দলীয় ৩৫ রানে তাকেও সাজঘরে ফিরে যেতে হয়।
এরপর দলের হাল নিজেদের কাঁধে তুলে নেন মুমিনুল এবং মেহেদী হাসান। রানের তুবড়ি ছুটিয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই লিটল মাস্টার। সেই সাথে ব্যাট ছোটান এবারের বিপিএলে ব্যক্তিগত প্রথম শতকের দিকে। কিন্তু তাঁকে ৯১ রানেই থামিয়ে দেন মোহাম্মদ আমির।
মোমিনুলকে সঙ্গ দিয়ে অর্ধশতক তুলে নেন মেহেদী হাসানও। এই দুইজনে মিলে দলের রানের খাতায় যোগ করেন ১৫৩ রান।
শেষতক ৪ উইকেটের খরচায় ২০৫ রানের বড় পুঁজি পায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ম্যাচ শেষে মেহেদী অপরাজিত থাকে ৩৬ বলে ৬৮ রান করে, আর পেরেরা থাকেন ৬ রানে। খুলনার হয়ে ২ উইকেট নেন ফ্রাইলিঙ্ক।
খুলনা টাইগার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন