বল হাতে বঙ্গবন্ধু বিপিএলের সেরা ৫
১২ জানুয়ারি ২০২০ ১৩:৫৫
বঙ্গবন্ধু বিপিএলের রাউন্ড রবিন লিগ শেষ হয়েছে শনিবার (১১ জানুয়ারি)। লিগ পর্ব শেষে বল হাতে বাংলাদেশি বোলারদের দাপুটে একটা ভাব দেখা যাচ্ছে। সেরা ৫ বোলারের ভেতর ৪ জনই হলেন বাংলাদেশি।
চলুন দেখে আসি লিগ পর্ব শেষে বল হাতে বোলারদের ভেতর কারা এখন পর্যন্ত প্রভাব বিস্তার করে যাচ্ছেন।
- মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স): বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ১২ ম্যাচে বল করেছেন ৪৪.৩ ওভার। উইকেট নিয়েছেন ২০ টি। ১৫.৬০ গড়ে ৭.০১ ইকোনোমি রেটে তাঁর সেরা বোলিং ফিগার ৩/১০। দল বিদায় না নিলে হয়তো শেষতক তিনি থাকতেন সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু দল বিপিএল থেকে বিদায় নেবার কারণে তাঁকে টপকে যাবার সম্ভাবনা বেশ প্রকট।
- রুবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স): খুলনা টাইগার্সের নিয়মিত উইকেট শিকারি রুবি ফ্রাইলিঙ্ক আছেন সেরা বোলারদের তালিকায় দুই নম্বর অবস্থানে। খুলনার জার্সি গায়ে ১২ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮ টি। তিনিই বর্তমানে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হবার দৌড়ে অগ্রগণ্য হিসেবে রয়েছেন।
- মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): সাগরিকার দলের এই বোলার চট্টলার জার্সি গায়ে খেলেছেন মাত্র ৮ টি ম্যাচ। এই ৮ ম্যাচ খেলেই এযাবৎ নিয়েছেন ১৭ টি উইকেট। যেখানে রয়েছে ২৩ রানে ৪ উইকেট নেবার অনন্য এক ম্যাচ। সেরা ৫ বোলারদের ভেতর তাঁর ইকোনোমি রেট সবচেয়ে কম। ৬.৯৬ ইকোনোমি রেট তাঁর।
- শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স): বাংলাদেশি বোলারদের ভেতর সেরা বোলিংয়ে তৃতীয় এবং পুরো বিপিএলের সেরা চতুর্থ বোলার হিসেবে রয়েছেন খুলনা টাইগার্সের বোলার শহিদুল ইসলাম। ১১ ম্যাচে ৪১ ওভার বল করে ৮.৭৩ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন তিনি ১৭ টি। এবং সেরা হবার লড়াইয়ে টক্কর দিচ্ছেন রানা এবং ফ্রাইলিঙ্কের সাথে। তাঁর ইনিংস সেরা বলিং ফিগার ৪/২৩।
- রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): চট্টলার রুবেল হোসেন রয়েছেন সেরাদের দৌড়ে পাঁচ নম্বর অবস্থানে। ১১ ম্যাচ খেলে ৭.১৫ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ১৬ টি। ইনিংস সেরা বোলিং ফিগার রয়েছে তাঁর ৩/১৭।
খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রংপুর রেঞ্জার্স