Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলন না করেও মরিশাসকে উড়িয়ে দিল বুরুন্ডি, জাসপিনের হ্যাটট্রিক


১৬ জানুয়ারি ২০২০ ২১:৩০

ঢাকা: মঙ্গলবার ঢাকায় নেমে মাঠে বল নিয়ে অনুশীলন না করেও প্রথম ম্যাচেই মাতিয়ে দিয়েছে বুরুন্ডি (ফিফা র‌্যাঙ্কিং ১৫১)। বঙ্গবন্ধু গোল্ডকাপে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মরিশাসকে (১৭২) বড় ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে মধ্য আফ্রিকার দেশটি। এ ম্যাচের মধ্য দিয়ে বুরুন্ডির দশ ফুটবলারের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। এই আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন জাসপিন নিশিমারানা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বি গ্রুপের প্রথম ম্যাচে বুরুন্ডির মুখোমুখি হয় মরিশাস। ৪-১ ব্যবধানে মরিশাসকে উড়িয়ে দিয়েছে বুরুন্ডি।

শক্তিমত্তায় এগিয়ে থাকা বুরুন্ডি অবশ্য ম্যাচের তিন মিনিটেই পিছিয়ে গিয়েছিল। মিডফিল্ডার আদ্রোই ফ্রাঙ্কোইসের ডান পায়ের নিচু শট বারের একেবারে বাঁ প্রান্ত দিয়ে জালে ঢুকে গেলে লিড নেয় মরিশাস।

ম্যাচে ফিরতে খানিকটা সময় লাগলেও সমতায় ফিরতেও সময় নেয়নি বুরুন্ডির ফুটবলাররা। ২৮ মিনিটে বেনজামিনের পাস থেকে দলকে সমতায় ফেরান জাসপিন নিশিমারানা। ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন বুরুন্ডির ডিফেন্ডার আসমান।

লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আরও জ্বলে উঠে বুরুন্ডি। ৪৭ মিনিটে জাসপিনের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ করে ফেলে তারা। ৮৫ মিনিটে হ্যাটট্রিক কোটা পূরণ করেন জাসপিন দারুণভাবে। বল নিয়ে গোলরক্ষককে বোকা বানান চিপ শটে। বল জালে চলে গেলে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম হ্যাটট্রিক খাতার উদ্বোধন করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

এ জয়ে প্রথম আসরেই সেমির পথটা আরও সহজ হয়ে গেলো বুরুন্ডির। তিন পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দলটি। দ্বিতীয় শেষ ম্যাচে বুরুন্ডি মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই শ’তম দল সিশেইলসের বিপক্ষে ১৮ জানুয়ারি।

জাসপিন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বুরুন্ডি মরিশাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর