Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ার্টারের লক্ষ্যে আজ স্কটল্যান্ড বধে মাঠে নামছে বাংলাদেশ


২১ জানুয়ারি ২০২০ ১৩:০৭

একদিকে মিশন কোয়ার্টার ফাইনাল। আরেকদিকে টিকে থাকার লড়াই। একদল মাঠে নামবে দ্বিতীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে। আরেক দল লড়বে টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

এমনই এক ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মঙ্গলবার (২১ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ-স্কটল্যান্ড। যেখানে বাংলাদেশের সামনে লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর স্কটল্যান্ডের লক্ষ্য টুর্নামেন্টে টিকে থাকা।

যুব বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো আকবর আলিরা।

বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ২৮.১ ওভারে ৬ উইকেটের খরচায় ১৩৭ রান তুলেছিলো জিম্বাবুয়ের যুবারা। বৃষ্টি বাধায় ডিএলএস-এ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৩০ রানের। সেই লক্ষ্য বেশ হেসে খেলেই ১১.২ ওভারে টপকে গিয়েছিলো বাংলাদেশ। তুলে এনেছিলো ৯ উইকেটের বড় জয়।

অপরদিকে যুব বিশ্বকাপে শুরুটা খুব একটা ভালো হয়নি স্কটল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছ থেকে ৭ উইকেটের হার উপহার পেয়েছিলো দলটি। ব্যাট হাতে অল আউট হয়ে গিয়েছিলো মাত্র ৭৫ রানেই।

স্কটিশদের বিপক্ষে এই ম্যাচই প্রথম বাংলাদেশের যুবাদের। নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশকে জয়ের ব্যপারে কিছুটা অগ্রগামী রাখা যেতেই পারে।

বাং;আদেশ সময় দুপুর ২ টায় পচেফস্ট্রোমে শুরু হবে ম্যাচটি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ বাংলাদেশ-স্কটল্যান্ড

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর