কোবি ব্রায়ান্ট স্মরণে মেসি-রোনালদো-নেইমার
২৭ জানুয়ারি ২০২০ ১৩:২৫
ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে মারা গেছেন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। লস অ্যঞ্জেলেস লেকারসের সাবেক এ তারকার ব্যক্তিগত হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে রোববার (২৬ জানুয়ারি) সকালে (স্থানীয় সময়) বিধ্বস্ত হয়। কোবি ব্রায়ান্টের সঙ্গে তার ১৩ বছর বয়সী মেয়ে গায়ানা মারিয়াও মারা গেছেন।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট নিহত
তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াঙ্গনজুড়ে। পিএসজি তারকা নেইমার লিলের বিপক্ষে করা জোড়া গোল ম্যাচ শেষে উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত এই কিংবদন্তিকে।
লিলের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোলটি করে এক হাতের দুই আঙুল এবং অপর হাতের চারটি আঙুল উঁচিয়ে কোবির জার্সি নম্বরকে (২৪) ইঙ্গিত করেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
শোক প্রকাশ করেছেন মেসি-রোনালদোও। নিজেদের ব্যক্তিগত টুইটার থেকে টুইট করেছেন কোবি ব্রায়ান্টের অকাল প্রয়াণে।
শোকে মুহ্যমান মেসি ব্যক্তিগত টুইটারে লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার এবং বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। তোমার সঙ্গে দেখা হওয়া এবং সময় কাটানো আমার কাছে অনেক বেশি কিছু ছিলো। পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে তুমি ছিলে অন্যতম।’
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোবিকে স্বপ্নের নায়ক উল্লেখ করে বলেন, ‘কোবি এবং তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর সংবাদ শুনে বড়ই ব্যথিত হয়েছি। কোবি একজন সত্যিকারের কিংবদন্তি এবং অনেকের কাছে প্রেরণার উৎস ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা এবং এই দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে। ভালো থাকবেন কিংবদন্তি!’
ব্রায়ান্টকে এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। লেকারসের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নিয়েছিলেন তিনি। পাঁচবার ৫ বার জিতেছেন এনবিএ চ্যাম্পিয়নশিপ।
দুইবার ফাইনালের এমভিপি ছিলেন তিনি। ২০০৮ সালে ছিলেন লিগের এমভিপি। ২০১৬ সালে অবসরের পর তার দুটি জার্সি- ৮ ও ২৪ নম্বর- প্রত্যাহার করে নেয় লেকারস।
২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য একাডেমি পুরষ্কার (অস্কার) জিতেছিলেন তিনি।
কোবি ব্রায়ান্ট ক্রিশ্চিয়ানো রোনালদো তারকাদের শোক নেইমার বাস্কেটবল তারকা লিওনেল মেসি