Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে মৃত্যুঞ্জয় আউট মেহরাব ইন


২৯ জানুয়ারি ২০২০ ২০:১৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১০

ঢাকা: কাঁধের ইনজুরিতে পড়ে অ-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। তার বদলি হিসেবে এসএম মেহরাব হোসেনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। মেহরাব হোসেন বাঁ হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার।

দক্ষিণ আফ্রিকায় চলমান অ-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩ ম্যাচের দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপার লিগে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ. অধি), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহরাব হোসেন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম , রকিবুল হাসান ও হাসান মোরাদ।

অ: ১৯ ক্রিকেট বিশ্বকাপ মৃত্যুঞ্জয় চৌধুরী মেহরাব হোসেন