শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের
৩০ জানুয়ারি ২০২০ ২০:২০
শুক্রবার (৩১ জানুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসরের। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি ম্যাচের মাধমে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী দিনে মিরপুরে মাঠে নামবে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন আর চট্টগ্রামে মুখোমুখি হবে নর্থ জোন এবং সাউথ জোন।
বিসিএলের গেল সাত আসরের খেলা হয়েছিল ডাবল লিগ পদ্ধতিতে। অংশগ্রহণকারী দলগুলো পেয়েছিল ৬টি করে ম্যাচ। কিন্তু অষ্টম আসরে এসে বদলে গিয়েছে টুর্নামেন্টের পদ্ধতি। কমে গিয়েছে ম্যাচের সংখ্যা। এবারের আসর থেকে দলগুলো সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে ৩টি করে ম্যাচ।
এবারের আসরের ম্যাচগুলো গড়াবে চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হল: শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম (মিরপুর), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (কক্সবাজার)।
বিসিবি নর্থ জোন: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাইম ইসলাম, জুনাইদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, এবাদত হোসেন, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাহউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম, তানবির হায়দার খান, এনামুল হক জুনিয়র, হোসেন আলী, মুক্তার আলী ও মিজানুর রহমান।
ইসলামি ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, নাঈম হাসান, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান উজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।
বিসিবি সাউথ জোন: আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক, মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রুয়েল মিয়া।
ওয়াল্টন সেন্ট্রাল জোন: মোহাম্মদ সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হেসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আব্দুল মজিদ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, মো: শরিফুল ইসলাম, মো: আকবর আলী ও মেহেদি হাসান মিরাজ।