Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট কাটিয়ে ফিরছেন মিরাজও


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলে হ্যামস্ট্রিংয়ের পাওয়া চোটে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলা হয়নি দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। আর কাফ মাসেলের চোট একই রাউন্ডে ইস্ট জোন থেকে ছিটকে দিয়েছিল অভিজ্ঞ ইমরুল কায়েসকেও। বিপিএল শেষে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা দুজনই চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ। সব ঠিক থাকলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড দিয়ে আবারও মাঠে ফিরবেন দু’জন। ফিরছেন চোটে থাকা জাতীয় দলের আরেক নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজও।

তবে দ্বিতীয় রাউন্ড থেকে খেলতে পারছেন না মিরাজ। খেলতে খেলতে তৃতীয় রাউন্ড। ডানহাতের মধ্যমার চোট অনেকটাই সেরে উঠেছে, তাই ইতোমধ্যে বোলিংও শুরু করেছেন। এবার ওয়াল্টন সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামার অপেক্ষা।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে মিরাজ এখবর নিশ্চিত করলেন।

তিনি জানালেন, ‘এখন ভালো আছি। বোলিং শুরু করেছি, আমি আশা করি যে হয়তো বিসিএলের পরের ম্যাচ খেলতে পারব না, এর পরের ম্যাচ থেকে খেলতে পারব। পুরোপুরি ফিট হয়ে ১ সপ্তাহের মধ্যে ফিরতে পারব।’

তবে বোলিংটা এখনো ফুল ইন্টেনসিটিতে করতে পারছেন না বলেও জানালেন এই অফস্পিনিং অলরাউন্ডার।

‘বোলিংয়ে হালকা একটু সময় লাগছে। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি, কোচের সঙ্গেও কথা হয়েছে। তারা বলছে আমি যেন পুরোপুরি ফিট হয়ে ভালোভাবে ফিরতে পারি। তাহলে এটা আমার জন্যেও ভালো হবে। আমার কাছে মনে হয় যে পুরোপুরি ফিট হয়ে খেলাটায় গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কাজ করছি ফিটনেস, ব্যাটিং নিয়ে।’

আপাতত বিসিএলের ম্যাচ খেলব। তারপর নেক্সট সিরিজে নির্বাচকরা বিবেচনা করবে যদি আমি শতভাগ ফিট হয়। বিসিএলের তৃতীয় রাউন্ড দিয়েই আমি খেলা শুরু করব।’ যোগ করেন মিরাজ।

অষ্টম আসর ইনজুরি ফিট বিসিএল মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর