Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার রেকর্ডে ভাগ বসালো নেপাল


১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং যুক্তরাষ্ট্র। এ ম্যাচের ভেতর দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ডের মালিকানা নিজেদের করে নিল নেপাল। সফরকারীদের ৩৫ রানে অল আউট করে দিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন রানে প্রতিপক্ষকে আটকে দেওয়ার রেকর্ড গড়েছে নেপাল।

মাত্র ১২ ওভারেই যুক্তরাষ্ট্রের ১০ ব্যাটসম্যানকেই সাজঘরে ফিরিয়ে দিয়ে রেকর্ডবুকে শ্রীলংকার পাশে নিজেদের নাম লিখিয়েছে নেপাল। কিন্তু লংকানদের চেয়ে এগিয়েই রয়েছে তারা।

২০০৪ সালে শ্রীলংকা মাত্র ১৮ ওভারে জিম্বাবুয়েকে ৩৫ রানে অল আউট করে দিয়ে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় ফেলেছিল। এবার জিম্বাবুয়ের সঙ্গে সেই রেকর্ডের ভাগিদার হিসেবে যোগ দিল যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দেয়া ৩৬ রানের লক্ষ্য ৫.২ ওভারেই টপকে যায় নেপাল। ম্যাচটি নিজেদের করে নেয় ৮ উইকেট হাতে রেখেই। সেই সাথে দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারের সেই ম্যাচ শেষ করে দেয় মাত্র ১৭.২ ওভারেই।

নেপালের এই রেকর্ডের মূল কৃতিত্ব তাদের স্পিনার সন্দ্বীপ লামিচানের। ৬ ওভারের স্পেলে ১৬ রানের খরচায় তিনি নিয়েছে ৬টি উইকেট। এই বোলিং ফিগার নেপালের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগার। এছাড়াও আরেক স্পিনার সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট।

  • ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ
    ১. যুক্তরাষ্ট্র – ৩৫ বনাম নেপাল, ২০২০
    ২. জিম্বাবুয়ে – ৩৫ বনাম শ্রীলঙ্কা, ২০০৪
    ৩. কানাডা – ৩৬ বনাম শ্রীলঙ্কা, ২০০৩
    ৪. জিম্বাবুয়ে – ৩৮ বনাম শ্রীলঙ্কা, ২০০১
    ৫. শ্রীলঙ্কা – ৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১২

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
১৭ অক্টোবর ২০২৫ ২২:২২

আরো