Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়া আবাহনীর ঝুলিতে ‘লজ্জ্বার ইতিহাস’


১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০

ঢাকা: যেন মূদ্রার এপিঠ-ওপিঠ দেখে নিলো ঢাকা আবাহনী। গেল বছর এশিয়া অঞ্চলে ক্লাব পর্যায়ের সেরা মঞ্চে ইতিহাস গড়া দলটি এবার মুখ থুবড়ে পড়েছে। ফেডারেশন কাপে ভরাডুবি থেকে শুরু, এএফসি কাপে প্লে অফেই বিদায়। এক বছরের মাথায় এমন ব্যর্থতা ঠিক কবে দেখেছে দেশের ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি!

গত বছরের সঙ্গে এ বছরটা একেবারে মেলানো যায় না আবাহনীকে। গেল বছর এএফসি কাপে দেশের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইন্টার সেমি ফাইনালে গিয়েছিল আবাহনী। ওই বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়ায় এবার প্রথমবারের মতো প্লে অফে অংশ নিতে হয়েছে দলটিকে। আগের বছরে ইতিহাস গড়া দলটাই এবার প্লে অফ বাধা পেরুতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

সঙ্গে এবার দলবদলের পর মৌসুমে সেই আবাহনী প্রথম টুর্নামেন্টেই নিজেদের ডিফেন্ডিং শিরোপা খুইয়েছে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের কাছে হেরে বিদায় নিয়েছে। তারপরে যেন হতাশা থেকে বেরুতেই পারেনি আবাহনী।

এএফসি কাপেও মালদ্বীপের মাজিয়ার সঙ্গে প্লেঅফে পেরে উঠেনি মারিও লেমসের শিষ্যরা। প্লেঅফ থেকেই বিদায় নেয়াটা ক্লাব ক্যারিয়ারে প্রথম অভিজ্ঞতা আবাহনীর। সর্বোচ্চ লিগ জয়ীরা এবার ক্লাবের নামের বিচার করতে পারেনি আন্তর্জাতিক পর্যায়ে। সুযোগ হাতছাড়া করায় এএফসি কাপের গ্রুপ পর্বে এখন মালদ্বীপের দুটি দল। মাজিয়া ও টিসি স্পোর্টস।

এএফসির ইতিহাসেও এমন বাজে পারফরম্যান্স নেই আবাহনীর। ২০০৮ সাল থেকে পাঁচবার এএফসি প্রেসিডেন্ট্স কাপ খেলেছে আবাহনী। পাঁচবারের গ্রুপ পর্বে খেলেছে ঢাকার বাঘরা। অন্যদিকে ২০১৭ সাল থেকে এ ধরা চার বার এএফসি কাপে অংশ নেয়া আবাহনী প্রথম দুবার গ্রুপ পর্ব খেলেছে বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে। গেল বছরটা সোনায় মোড়ানো গেছে। ক্লাব ইতিহাসে প্রথমবার ইন্টার জোনাল সেমি ফাইনালে খেলেছে। এবারতো হতাশা আর হতাশাই ছিল আকাশী-নীল শিবিরজুড়ে।

বিজ্ঞাপন

ক্লাবসূত্রে জানা যায়, ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্ত: কোন্দল লেগে আছে। আর খেলোয়াড়দের মধ্যে এবার কোনও ঐকতা নেই। অনুশীলনে কিছু খেলোয়াড়দের শারীরিক ভঙ্গি ইতিবাচক নয়। টুর্নামেন্টে বা যেকোনও ম্যাচে খেলোয়াড় নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না আবাহনী।

দলের পর্তুগিজ কোচ মারিও লেমসের মুখে পরোক্ষভাবে কথাগুলো ঝড়ে পড়লো, ‘যে ক্ষুধাটা গত বছর ছিল এবছর ছেলেদের মধ্যে পাইনি আমি। গত বছর আমরা দারুণ আক্রমাণত্মক ছিলাম। এ বছর তাদের মেন্টালিটি আর অ্যাটিচিউডের মধ্যে সমস্যা ছিল। এ জন্য এবার এএফসি কাপে এমন ফল হয়েছে।’

এ বছরটা ব্যর্থতা দিয়ে শুরু হয়েছে আবাহনীর। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থতা দিয়ে শুরুর পর লিগে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আবাহনী। লিগ হারালে পরের বছর এএফসি কাপেও অংশ নেয়া হবে না ঘরের বাঘদের। সেটাই আসলে এখন সমর্থকদের চিন্তার একমাত্র বিষয়।

ইতিহাস এএফসি কাপ ঢাকা আবাহনী স্পোর্টস স্পেশাল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর