Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টায় জার্মান লিগের সেরা ফুটবলার হালান্ড


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরের শীতকালীন দল বদলের মৌসুমে রেড বুল সালজবুর্গ থেকে পাড়ি জমান জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে। এর জন্য ডর্টমুন্ডকে গুনতে হয় প্রায় ১৭ মিলিয়ন ইউরো। আর বুন্দেস লিগায় অভিষেক মাসেই জিতেছেন সেরা ফুটবলারের খেতাব।

সালজবুর্গ থেকে ডর্টমুন্ডে পাড়ি জমানোর পর জানুয়ারির ১৮ তারিখ এফসি অগাসবুর্গের বিপক্ষে অভিষেক ঘটে এর্লিং হালান্ডের। ম্যাচের ৫৬ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। আর খেলেন মাত্র ৩৪ মিনিট, তাতেই হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন হালান্ড।

সেখানে থেমে যাননি হালান্ড। ইয়োলো ওয়ালের হয়ে দ্বিতীয় ম্যাচে এফসি কোলনের বিপক্ষে মাঠে নামেন। এদিন হালান্ডের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৫ মিনিট। অর্থাৎ ম্যাচের ৬৫ মিনিটে মাঠে নামেন হালান্ড। তবে এদিন হ্যাটট্রিক করতে না পারলেও নামের পাশে যোগ করেন জোড়া গোল।

বিজ্ঞাপন

ডর্টমুন্ডের হয়ে বুন্দেস লিগায় জানুয়ারি মাসে হালান্ড খেলেন মাত্র দু’টি ম্যাচে ৫৯ মিনিট। আর তাতেই নামের পাশে যোগ করনে ৫টি গোল। অর্থাৎ প্রতি ১২ মিনিটেরও কম সময়ে একটি করে গোল করেন তিনি।

এমন পারফরম্যান্সে বুন্দেস লিগার সেরা পারফর্মার হিসেবে নিজের নাম তুলে নেন শীর্ষে। আর লিগের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় তার নাম। এখন পর্যন্ত ডর্টমুন্ডের হয়ে ৫টি লিগ ম্যাচে মাঠে নামেন হালান্ড। নামের পাশে ৮টি গোলের পাশে যোগ করেন একটি অ্যাসিস্টও।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রেড বুলস সালজবুর্গ এবং বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ২৮ ম্যাচে ৩৭টি গোল করেছেন এর্লিং হালান্ড।

এর্লিং হাল্যান্ড বুন্দেস লিগা বুরুশিয়া ডর্টমুন্ড সেরা ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর