মোহামেডানকে হারিয়ে টানা জয়ে সাইফ
১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৮
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বাফুফে) দ্বিতীয় সপ্তাহে এসে জয়ের ধারা অব্যহত রেখেছে সাইফ স্পোর্টিং। ঘরের মাঠে লিগে এটা তাদের দ্বিতীয় জয়। আর নতুন কোচ দ্রাগো মামিচের কোচিংয়েও এটা সাইফের দ্বিতীয় জয়। অন্যদিকে লিগে প্রথম ম্যাচে জয় পাওয়া মোহামেডান সাইফের কাছে দ্বিতীয় ম্যাচেই প্রথম হারের স্বাদ পেল।
এ ম্যাচের মাধ্যমে লিগে প্রথম কোনো দেশীয় ফুটবলার গোল পেল। ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের একমাত্র গোলে লিগের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে সাইফ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এর আগে লিগের প্রথম ম্যাচে মোহামেডান ও সাইফ। ঘরের মাঠে রহমতগঞ্জকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সাইফ। এদিকে আরামবাগকে একই ব্যবধানে হারিয়েছিল মোহামেডান।
প্রথম দু’টি ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে মোহামেডানকে। প্রথমটি জয় নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয় ম্যাচে বেটার ফুটবল খেলেও হারতে হয়েছে সাইফের কাছে।
সিন লেনের কোচিংয়ে হাই প্রেসিংয়ের খেলাটা এ ম্যাচের শুরু থেকেই সাজিয়েছিল মোহামেডান। প্রথমার্ধে গোলশূন্য ড্র রেখে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে মোহামেডান। ৫৫ মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের দুর্দান্ত হেডে লিড নেয় সাইফ। ওই একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ। লিগে এটা দ্রাগো মামিচের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে মোহামেডানের এটা প্রথম হার।
এ জয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাইফ। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল মোহামেডানের হার সাইফ স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান