Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির ইভেন্ট আয়োজনে বিড করতে চায় পাকিস্তান


২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে লম্বা সময় নিষিদ্ধ ছিল পাকিস্তান। গেল বছর শ্রীলংকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন শুরু করে দেশটি। এরপর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আয়োজন করেছিল বেশ কিছু সিরিজও।

এর ভেতর রয়েছে বাংলাদেশও। তিন দফায় সম্পন্ন হওয়া সিরিজটির দুই দফায় ইতোমধ্যেই বাংলাদেশ পাকিস্তান সফর করে এসেছে। শুধু তাই নয় মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) একাদশ পাকিস্তানে এসে সম্প্রতি তিনটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে খেলে গেছে। এছাড়াও এরই মধ্যে দেশটি তাদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পুরোপুরি নিজেদের দেশে করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে অংশ নেবে বিদেশি কিছু ক্রিকেটারও। সব মিলিয়ে বেশ ভালভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসছে পাকিস্তান।

বিজ্ঞাপন

এরই সুবাদে ২০২৩-৩১ এ আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার (১৯ ফেব্রিয়ারি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।

তিনি বলেন, ‘আমরা ২০২৩-৩১ এ অনুষ্ঠিত আইসিসির ইভেন্টগুলোর জন্য বিড করার জন্য ভাবছি এবং জোর করে হলেও আমরা আইসিসির যে কোনো একটি ইভেন্ট আয়োজন করতে চাই।’

২০০৮ সালের এশিয়া কাপের পর বড় কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। এমনকি ১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপ ব্যতীত আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানে হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আসন্ন আইসিসির ইভেন্ট আয়োজনের ব্যপারে বেশ আশাবাদী পিসিবি।

আইসিসি ইভেন্ট ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর