Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পেলেন শান্ত


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৬

নাজমুল হোসেন শান্তর অভিষেকটা হয়েছিল ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। অভিষেকের সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৩০ রান। এরপর পর খেলেছেন আরও দুইটি টেস্ট। কিন্তু পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত অর্ধশতকের দেখা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে করা ৪৪ রান ছিল তাঁর ইনিংস সেরা।

অবশেষে সেই আক্ষেপের অবসান ঘটলো তাঁর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে পেয়ে গেলেন সেই কাঙ্ক্ষিত আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাব বেশ ভালোই দিচ্ছিলেন শান্ত। দ্বিতীয় উইকেটে নেমে তামিম ইকবালের সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। ৪১ রান করে তামিম ফিরলেও উইকেট কামড়ে ধরে বসে ছিলেন শান্ত।

ইনিংসের ৩৭তম ওভারে বল হাতে আসেন সিকান্দার রাজা। ওভারের তৃতীয় বল ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে একবার প্রান্ত বদল করেন দলপতি মুমিনুলের সঙ্গে। আর তাতেই পেয়ে যান আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি (চলতি টেস্ট বাদে) টেস্ট খেলেছেন এই টপ অর্ডার। তিন টেস্টে ২১.৫৬ গড়ে তার সংগ্রহ ১৩০ রান। ওয়ানডে এবং ট-টোয়েন্টিতে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। ৩ ওয়ানডে খেলে মোট করেছেন ২০ রান এবং ২ টি-টোয়েন্টিতে তার পুঁজি ১৬ রানের।

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর