Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুব বেশি চাপ নেননি মুমিনুল


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় কঠিন সময়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক।  সাকিব আল হাসানের ওপর  আইসিসি’র নিষেধাজ্ঞার খড়গ নেমে আসায় ও টানা টেস্ট হারে দল যখন ছিন্নভিন্ন ঠিক তখন ভারত সিরিজে অধিনায়ক করে পাঠানো হলে মুমিনুল হককে। ভারত সফরে তার নেতৃত্বে স্রেফ উড়ে গেল টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ও প্রথম টেস্টের ফলাফলও হলো তথৈবচ।

চার দিক থেকেই দুয়ো ধ্বনি ভেসে আসছিলো। এমন পরিস্থিতি যে কোন অধিনায়কের জন্যই বিব্রতকার ও  প্রবল চাপের। সেই চাপ নিয়েই জিম্বাবুয়ে বধ করল মুমিনুল হক অ্যান্ড কোং। তবে ম্যাচ শেষে তিনি জানালেন খুব একটা চাপ তিনি নেননি।

বিজ্ঞাপন

তার নেতৃত্বে তিন টেস্ট ম্যাচ পরে ভাগ্যের চাকা ঘুরেছে লাল সুবজের দলের। জিম্বাবুয়েকে ঘরের মাঠে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে একেবারে তলানীতে নেমে যাওয়া দলটি তুলে নিয়েছে কাঙ্ক্ষিত জয়। এতে করে দলের আত্মবিশ্বাসও এখন উর্ধ্বগামী। এই জয়টিই এখন আগামীতে তাদের টেস্ট জয়ে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন মুমিনুল হক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিনি একথা বলেন।

মুমিনুল বলেন, ‘চাপে ছিলাম না। মানুষের যতটুকু চাপ নেয়ার দরকার ততটুকুই ছিল। সবারই যার যার কাজে যতটুকু চাপ থাকে সেটুকুই ছিল। ৫-১০ ভাগ চাপ ছিল হয়ত।’

ইনিংস ব্যবধানে বাংলাদেশের এটি মাত্র দ্বিতীয় জয়। আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম। প্রথম ইনিংস ব্যবধানে জয়টি এসেছিল ২০১৮ সালের ডিসেম্বরে। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিল টিম টাইগার্স।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর