ক্রাইস্টচার্চে অসহায় কোহলির ভারত
১ মার্চ ২০২০ ১৫:০৭
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত অনেক আগে থেকেই শীর্ষে। আবার আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্ট তালিকায় সবার শীর্ষেই অবস্থান করছে বিরাট কোহলির দল। কিন্তু বিরাট কোহলির দলের নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সে সেটা বোঝা যাচ্ছে কি? সপ্তাহ দেড়েক ধরে সাদা পোশাকের ক্রিকেটে নিউজিল্যান্ডের পেসারদের বিপক্ষে রীতিমতো ধুঁকছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ওয়েলিংটনে দশ উইকেটে হেরে যাওয়া ভারত ক্রাইস্টচার্চেও ঘুরে দাঁড়াতে পারেনি।
কোহলি নিজেও পারেননি। নিউজিল্যান্ড সফরটা ভুলে যাওয়ার মতোই কাটছে ভারতীয় অধিনায়কের। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিলিয়ে সাত ইনিংস ব্যাটিং করে অর্ধশতক পেয়েছেন মাত্র একটি, নেই কোনো শতক। টেস্ট সিরিজে আরো বেহাল দশা। প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ২, ১৯। দ্বিতীয় টেস্টে ৩ ও ১৪। দুই টেস্ট মিলিয়ে কোহলির ব্যাটিং গড় ৯.৫০! ক্যারিয়ারে এর চেয়ে বাজে সিরিজ কেটেছে একবারই, ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে (গড় ৯.২০)।
অধিনায়কের চরম ব্যর্থতার সময়ে বাকিরাও সফল হতে পারেননি। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হলো ভারত দ্বিতীয় ইনিংসে ৯০/৬! অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ৯৭ রানে এগিয়ে ভারত। হাতে মাত্র চার উইকেট বলে লিডটা বিশাল করার সুযোগও কম সফরকারীদের।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের পাঁচ পেসার মিলে নাভিশ্বাস তুলে ছেড়েছেন ভারতীয়দের। শুরুতেই মায়াঙ্ক আগারওয়ালকে (৩) ফেরান ট্রেন্ট বোল্ট। এই বোল্টই বেশি ভোগালেন ভারতীয়দের। পরে চেতেশ্বর পূজারা ও নাইটওয়াচম্যান উমেশ যাদবের উইকেটও তুলে নেন বোল্ট।
বড় জুটি গড়তে পারেনি ভারত। তৃতীয় উইকেটে কোহলি-পুজারা ২৫ রানের জুটি দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ। দিন শেষে ১২ বলে ৫ রান করে অপরাজিত হনুমা বিহারি। এই বিহারির দিকেই কাল তৃতীয় দিনে তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকরা। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিলেন অন্ধপ্রদেশের এই ক্রিকেটার। অপর প্রান্ত থেকে ১ রান নিয়ে দিন শেষ করা ঋষভ পন্ত অফফর্মে আছেন অনেকদিন ধরেই।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ১২ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। অপর তিন উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম আর নিল ওয়াগনার।
এর আগে দিনের প্রথম ভাগে অবশ্য মুগ্ধতা ছড়িয়েছেন ভারতীয় পেসাররাও। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা নিউজিল্যান্ডকে লিড নিতে দেননি মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহরা।
হাঁটুর চোট মাথাচাড়া দিয়ে উঠেছে বলে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামতে পারেননি সম্প্রতি সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার ইশান্ত শর্মা। অভিজ্ঞ ইশান্তের অনুপস্থিতিতে দারুণভাবেই দায়িত্ব পালন করেছেন শামি-বুমরাহ। পেসবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দিনের শুরুতে গতির ঝড় তুলেছিলেন এই দু’জন।
শামি ৮১ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। বুমরাহ ৬২ রানে নিয়েছেন ৩ উইকেট। বাঁ-হাতি স্পিনে রবীন্দ্র জাদেজা তুলে নিয়েছেন দুই উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৩৫ রানে।
প্রথমে ইনিংসে বোলিংয়ে কাইল জেমিসন আজ ব্যাটিংয়েও ভারতকে অনেকটা ভুগিয়েছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এসেছে তার ব্যাট থেকেই (৬৩ বলে ৪৯)। সর্বোচ্চ ৫২ করেছেন টম লাথাম।
ক্রাইস্টচার্চ টেস্ট দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম ভারত বিরাট কোহলি