Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিতর্কিত গোলে’ রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে আবাহনী


১ মার্চ ২০২০ ২১:৩৭

ঢাকা: প্রথম ম্যাচে জয়ে লিগ শুরু করে দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হোঁচট খেয়েছিল ঢাকা আবাহনী। তৃতীয় ম্যাচেই ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারা আবাহনী জয়ের স্বস্থি নিয়ে মাঠ ছেড়ে এবার। ‘বিতর্কিত অফসাইড গোলের’ গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেড কাপের রানার্স আপদের হারিয়ে পয়েন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে উঠেছে আকাশি-নীল জার্সিধারীরা।

ছয়দিন বিরতি শেষে আজ সোমবার (১ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় সপ্তাহের হোম ম্যাচে রহমতগঞ্জেকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী।

বিজ্ঞাপন

এর আগে ঢাকা আবাহনী লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগের মিশন শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের কাছে হোঁচট খেতে হয়েছিল ১-১ ব্যবধানের ড্র দিয়ে। মাঝে ছয়দিনের বিরতির পর এবারের লিগে ‘ভয়ংকর রহমতগঞ্জকে’ হারিয়ে জয়ে ফিরেছে আবাহনী।

অন্যদিকে ফেডারেশন কাপের রানার্স আপরা লিগে এসে সেভাবে নিজের ফিরে পাচ্ছে না। লিগের প্রথম ম্যাচে সাইফের কাছে ১-০ ব্যবধানে হেরে মিশন শুরু করেছে জিলানীর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য হ্যাভিয়েট শেখ রাসেলের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল পুরান ঢাকার দলটি। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই আবারও পূর্ণ পয়েন্ট খোয়ালো দলটি।

এ ম্যাচে বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে সমর্থকরা। অবশ্য আক্রমণ-মাঝমাঠের দখলে এগিয়ে ছিল লিগের সর্বোচ্চজয়ী আবাহনী। তবে প্রথমার্ধে কেউই জালের সন্ধান না পাওয়ায় দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে যায় দু’দল।

কাঙ্খিত গোলের দেখা পেয়েছে আবাহনী ম্যাচের ৫৫ মিনিটে। ফ্রি-কিক থেকে বলটা মামুন এগিয়ে দেন রহমতগঞ্জের রক্ষণভাগের উপরে। সেখানে হেডে বলটা ঠেলে দেন বেলফোর্ট। বেলফোর্টের হেড শূন্যে থাকা বলটাই হেডে জালে জড়ান আবাহনীর অধিনায়ক জীবন। ম্যাচের ভিডিও দেখে মনে হচ্ছে অফসাইডে ছিলেন জীবন। গোলের পরই রহমতগঞ্জের খেলোয়াড়রা লাইন্স ম্যানকে ঘিরে অফসাইডের আবেদনে সোচ্চার থাকলেও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

বিজ্ঞাপন

ওই একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। আর তিন ম্যাচে দুই হারের স্বাদ পেল রহমতগঞ্জ।

এ জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল মারিও লেমসের শিষ্যরা। গোল ব্যবধানে পিছিয়ে কিংস ও সাইফ রয়েছে যথাক্রমে দুই ও তিনে। অন্যদিকে তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২’তে অবস্থান করছে জিলানীর দল।

ঢাকা আবাহনী ফুটবল বিপিএল রহমতগঞ্জ সৈয়দ জিলানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর