Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে


৬ মার্চ ২০২০ ১৮:০০

সিলেট থেকে: টানা ৪৫ মিনিট অঝোর ধারায় ঝড়ার পর থেমেছে সিলেটের বৃষ্টি। ফলে মাঠ থেকে পর্দা সরিয়ে নেয়া হয়েছে। আর উঁকি দিয়েছে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে। আর বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই সিলেটের আকাশে মেঘেদের আনাগোনা ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছিল সন্ধ্যা নাগাদ এক পশলা বৃষ্টি দেখেতে পারে নগরবাসী। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মিথ্যে প্রমান করে বিকেলেই অঝর ধারায় ঝরল বৃষ্টি। তাতে বন্ধ হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচটি।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো এই ম্যাচের ৩৩তম ওভারে বৃষ্টি হানা দেয়।

এর আগে টস হেরে ব্যাটিংয় নামা বাংলাদেশ দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ১৮২ রানের অনবদ্য জুটি গড়ে। ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং জুটিতে এটি্ই সর্বোচ্চ। এই দুই ওপেনারের আগে ১৭০ রানে সর্বোচ্চ রানের জুটিটি একচ্ছত্র দখলে রেখেছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুত।

তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর