আইপিএল পেছনোর দাবি
৯ মার্চ ২০২০ ১৫:০০
বিশ্বব্যাপী হু হু করে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ওই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। ভারতে এখন পর্যন্ত ৪২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।করোনাভাইরাস আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়িার লিগের (আইপিএল) এবারের আসর পেছানোর দাবি তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই। এবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপেও এই দাবির পক্ষে কথা বললেন।
আইপিএল পেছানোর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘হাজার হাজার মানুষ একটা জায়গায় জড়ো হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। আইপিএলের ক্ষেত্রে সেটাই বড় সমস্যা। ফলে আমার মতে টুর্নামেন্টটি আরও কিছুদিন পর আয়োজিত হোক।’
রাজেশ তোপে আরও বলেন, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এদিকে, দুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, করোনাভাইরাসের কারণে আইপিএলের আসর পেছাবে না। নির্ধারিত সময়েই আইপিএল মাঠে গড়াবে।
প্রসঙ্গত, ২০২০ সালের আইপিএল মাঠে গড়ানোর কথা চলতি মাসের ২৯ তারিখে। টুর্নামেন্ট চলবে মে মাসের ২৪ তারিখ পর্যন্ত।