Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করনাভাইরাসের প্রভাব বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেও


৯ মার্চ ২০২০ ১৭:০৯

দেশের অন্যান্য সেক্টরের মতো করনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি সিরিজেও। ঢাকায় গতকাল করনায় আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যে পরিমাণ টিকিট ছাড়ার কথা ছিল তা ছাড়েনি বিসিবি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ২৬ হাজার হলেও ম্যাচটির জন্য সাকুল্যে চার থেকে পাঁচ হাজার টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেন বিসিবি’র মিডিয়া সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস।

সিইও সুজন বলেন, ‘আমরা মূলত সরকারি নির্দেশনাই অনুসরণ করছি। নির্দেশনায় বলা হয়েছে ভেন্যুতে দর্শক সমাগম সংরক্ষিত রাখতে। সেজন্যই আমরা ৫ হাজার টিকিট ছেড়েছি।’

সুজনের অনুরুপ জালাল ইউনুসও বললেন, ‘আমরা চার-পাঁচ হাজার টিকিট ছাড়ছি যাতে করে লোক সমাগম কম হয়। যেহেতু এই রোগে সহজে আক্রান্ত হয় তাই বেশি ভীড় না করে ভীড়টাকে অল্পের মধ্যেই রাখতে চাইছি।’

বিষয়টি অবশ্য আগেই টের পাওয়া যাচ্ছিল। কেননা সোমবার বিকেল তিনটায় স্টেডিয়াম চত্বরে উপস্থিত হয়ে দেখা গেল, দর্শক সমাগম নেই বললেই চলে। ধারণা করা হচ্ছিল- প্রতিপক্ষ যেহেতু জিম্বাবুয়ে তাই হয়ত। পরে এক দর্শকের সঙ্গে কথা বলে জানা গেল, করনা আতঙ্কে সকাল ১১ টার পর মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরের টিকিটি বুথ বন্ধ করে দেওয়া হয়েছে।

আর মাত্র ১ ঘণ্টা বাদেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়ন্টি ম্যাচটি।

করোনাভাইরাসের প্রভাব টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর