Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত


৯ মার্চ ২০২০ ১৭:২১

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়েছে কাতার-২০২২ বিশ্বকাপ ও চীন-২০২৩ এশিয়া কাপের বাছাইপর্বের সবগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে। এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) চলতি বছরের জনু মাস পর্যন্ত ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে বাংলাদেশের ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এএফসি আজ সোমবার (৯ মার্চ) চলতি মাস ও জুনের বিশ্বকাপ বাছাইয়ের নির্ধারিত ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় আজ তাৎক্ষণিক ব্রিফিংয়ের মাধ্যমে ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে এএফসি জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।’

চলতি মাসের ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের পরবর্তী ম্যাচটি সিলেটে হওয়ার কথা ছিল। এছাড়া ৩১ মার্চ দোহায় কাতার, ৪ জুন ঢাকায় ভারত এবং ৯ জুন ঢাকায় ওমানের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ছিল।

চারটি ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। এএফসির পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ম্যাচগুলো স্থগিত থাকছে বলে বাফুফে থেকে জানানো হয়।

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর