Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের হাস্যকর ভুলে বঞ্চিত সর্বোচ্চ গোলদাতা


৯ মার্চ ২০২০ ২১:৪২

ঢাকা: দেশের পাইপলাইন সমৃদ্ধ করবার একটি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে (২০ গোল) রেখে তার থেকে সাত গোল কম করা এক ফুটবলারকে সেরা পুরস্কার দিয়ে ‘হাসিরপাত্রে’ পরিণত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কর্তৃপক্ষের এমন হাস্যকর ভুলে বঞ্চিত হয়েছেন টুর্নামেন্টের প্রকৃত সর্বোচ্চ গোলদাতা!

এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে পাইপলাইন শক্ত করার সবচেয়ে বড় টুর্নামেন্ট পাইওনিয়ার লিগ। মাঠসহ রেফারি সমস্যায় বিভিন্নবার প্রশ্নবিদ্ধ হওয়া এই লিগেই পুরস্কার বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

বিজ্ঞাপন

হাস্যকর ভুল বলার ব্যাখ্যাটাও প্রয়োজন। ৭০ দলের অংশগ্রহণে প্রায় ২১শ’ ফুটবলারকে নিয়ে শুরু হওয়া পাইওনিয়ার লিগের পর্দা নেমেছে দু’দিন আগে। ফাইনালে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ২-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার স্ট্রাইকার রাতুল হাওলাদার। যার গোলসংখ্যা হলো ১৩।

খোঁজ নিয়ে জানা গেছে, লিগের সর্বোচ্চ গোলদাতা রাতুল হাওলাদার নন। অদ্ভুত শোনালেও সত্যি, সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাতুলের উপরেও আছে দু’জন স্ট্রাইকার! গ্রীন ওয়েল ফেয়ার দলের হাবিবুর ইসলাম গোল করেছেন ১৫টি। আর ২০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন ইস্কাটন সবুজ সংঘের স্ট্রাইকার মাহফুজ আহমেদ শিমুল।

পাইওনিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা ইস্কাটন সবুজ সংঘের স্ট্রাইকার মাহফুজ আহমেদ শিমুল। তার গোলসংখ্যা ২০টি

পাইওনিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা ইস্কাটন সবুজ সংঘের স্ট্রাইকার মাহফুজ আহমেদ শিমুল। তার গোলসংখ্যা ২০টি

পুরস্কার পাওয়া রাতুলের থেকে শিমুলের গোল ৭টি বেশি। পাইওনিয়ার লিগ কমিটির হাস্যকর ভুলে পুরস্কার বঞ্চিত সিলেটের অষ্টম শ্রেণির এই ফুটবলার। পুরস্কার বঞ্চিত শিমুল সারাবাংলাকে শোনালেন তার কষ্টের কথা, ‘১২ ম্যাচে ২০ গোল করেছি। যতদূর জানি আমি সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পরে দেখি আমাকে না দিয়ে পুরস্কার আরেকজনকে দেয়া হয়েছে। খুব খারাপ লেগেছে বিষয়টি।’

বিজ্ঞাপন

এবার মাঠের অপর্যাপ্ততা ও রেফারি সমস্যাসহ নানান কারণে বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে পাইওনিয়ার লিগ। তবে, সেগুলোও যেন ছাপিয়ে গেছে পুরস্কার বঞ্চিতের এমন হাস্যকর ভুল। অবশ্য ভুলটা নিজের গায়েই নিচ্ছেন লিগ কমিটির কো-চেয়ারম্যান ও বাফুফের সদস্য অমিত খান শুভ্র, ‘মিস্টেক হয়েছে আমাদের। অফিসিয়াল ত্রুটি। যে চারটা দল সেমি ফাইনালে গেছে তাদের পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ গোলদাতার তালিকা করা হয়েছে। লোক খুবই কম। তারা হয়তো মিস্টেক করেছে।’

এমন ভুলটাকে অনুচিত বলে মন্তব্য করা শুভ্র জানালেন তাদের (শিমুল ও হাবিবুর) শিগগিরই জানিয়ে দিয়ে আবার পুরস্কার দেয়া হবে, ‘যে পুরস্কার পেয়েছে তারটা আর ফিরিয়ে নেয়া ঠিক নয়। আমরা যে কাজটা করবো তাহলো রাতুলসহ সর্বোচ্চ তিন গোলদাতাকেই পুরস্কার দিবো। হাবিব দ্বিতীয় ও শিমুল সর্বোচ্চ। দ্রুতই তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হবে।’

অমিত খান শুভ্র পাইওনিয়ার লিগ বঞ্চিত বাফুফে শিমুল সর্বোচ্চ গোলদাতা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর