Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দুই মাস স্থগিত


১৭ মার্চ ২০২০ ১০:৪১

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট দুই মাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সোমবার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ।

এক জায়গায় একশ জনের বেশি মানুষের জমায়েত আগেই নিষিদ্ধ করেছিল দক্ষিণ আফ্রিকা সরকার। স্পোর্টস ইভেন্টগুলো এই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছিল। সেই কারণেই সিএসএ‘র এমন সিদ্ধান্ত।

এই সিদ্ধান্তের ফলে দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তি ওয়ানডে কাপ ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের টুর্নামেন্ট অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। ওয়ানডে কাপের কেবল সেমিফাইনাল আর ফাইনাল বাকি ছিল। আর চার দিনের টুর্নামেন্টে মাত্র দুটি রাউন্ড বাকি ছিল।

আগামী জুলাইয়ের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ দলের। তার আগে ক্রিকেট খেলবে না প্রোটিয়ারা। কদিন আগে ভারত সফর বাতিল করে দেশে ফিরেছেন কুইন্টন ডি কক, ফাফ ডু-প্লেসিরা। নারী দলও লম্বা ছুটি পাচ্ছে।  অস্ট্রেলিয়ার নারী দল ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত আছে। প্রায় সব ধরনের ঘরোয়া জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোও স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিএসএ

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর