Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলন বন্ধ আইপিএল’র দলগুলোর


১৭ মার্চ ২০২০ ১৪:২৮

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। স্থগিত ঘোষণা হয়েছে সকল ধরনের ক্রীড়া ইভেন্টও। স্থগিত ঘোষণা করা হয়েছে আইপিএলের আসন্ন আসর। এতদিন কেবল আইপিএলই স্থগিত ছিল তবে দলগুলো ঠিকই নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল। তবে এবার আইপিএল’র আটটি ফ্র্যাঞ্চাইজি দলের সকলেই তাদের অনুশীলন বন্ধ ঘোষণা করেছে।

এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের অনুশীলন শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে আগামি ২১ মার্চ। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যেই তাদের অনুশীলন ক্যাম্প স্থগিত ঘোষণা করেছে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ম মহেন্দ্র সিং ধোনি এর মধ্যেই ক্যাম্প ছেড়ে রাঁচিতে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

গুঞ্জন উঠেছে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে যাওয়া আইপিএলের ফরম্যাটে আসতে পারে পরিবর্তন। কমতে পারে ম্যাচের সংখ্যাও। বিশেষ এই পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সবার স্বাস্থ্য এবং সুরক্ষাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প পিছিয়ে দিয়েছে। খেলোয়াড়রাও ফিরছেন নিজেদের বাড়িতে।

অনুশীলন বন্ধ আইপিএল আইপিএল স্থগিত করোনাভাইরাস

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর