Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের নতুন সূচি ঘোষণা


১৮ মার্চ ২০২০ ১৮:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের প্রকোপে গত শুক্রবার (১৩ মার্চ) জরুরি এক বৈঠকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল উয়েফা। করোনার আতঙ্কে পর্যায়ক্রমে ইউরোপের প্রায় সব ধরনের ফুটবলই পরে বন্ধ হয়ে গেছে। এদিকে এই অবস্থার মধ্যে নিজেদের টুর্নামেন্টের নতুন সূচি জানিয়ে দিল উয়েফা।

এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উয়েফার বোর্ড পরিচালকরা ক্লাব পর্যায়ের দুই শীর্ষ টুর্নামেন্টের নতুন সূচি নির্ধারণ করেছেন। অবশ্য পুরো সূচি চূড়ান্ত হয়নি। দুই টুর্নামেন্টের ফাইনালের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফাইনালের আগের ম্যাচগুলোর সূচি পরে ঠিক করা হবে।

নতুন সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়াবে আগামী জুনের ২৭ তারিখে। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলে । ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুন।

বিজ্ঞাপন

পূর্ব সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ মে’তে। আর ইউরোপা লিগের ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল ২৭ মে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ক্রীড়াবিশ্ব অনেকটা থমকে গেছে। প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে।

উয়েফা ইউরোপা লিগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ করোনাভাইরাস

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর