আইপিএল পেছাচ্ছে চার মাস!
১৮ মার্চ ২০২০ ২৩:৩৯
করোনাভাইরাস আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দুই সপ্তাহ পেছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল ২৭ মার্চ, করোনার প্রভাবে সেটা পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। তবে দুই সপ্তাহ পর আদৌ আইপিএল শুরু হবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।
কারণ করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। ফলে কয়েকটা সপ্তাহ পর বেশ কয়েকটি দেশের ক্রিকেটারদের একত্রিত করে একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে বলে মনে করছেন না অনেকে।
ম্যাচ সংখ্যা কমিয়ে নতুন ফরম্যাট বানানোর কথাও অবশ্য শোনা যাচ্ছে। এটাও শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটা অংশ ম্যাচ কমানোর পক্ষে নয়। কয়েক মাস পরে হলেও ফাঁকা সময় বের করে পূর্ণাঙ্গ আইপিএলই আয়োজন করতে চায় তারা।
সে হিসেবে এফটিপি অনুযায়ী ফাঁকা সময় বিবেচনা করে আগামী জুলাই-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এবারের আইপিএল। ওই সময়ে ইংল্যান্ড আর পাকিস্তান ছাড়া আর কোন বড় দলের খেলা নেই। পাকিস্তানি ক্রিকেটাররা এমনিতেই আইপিএলে খেলতে পারেন না। ফলে শুধু ইংলিশদের বিকল্প খুঁজলেই হয়ে যাচ্ছে।
সেপ্টেম্বরের শেষভাগে শ্রীলঙ্কায় একটি সংক্ষিপ্ত সফর করার কথা ভারতীয় ক্রিকেট দলের। ওই সিরিজটা এদিক-সেদিক করে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় বোর্ড।
তবে করোনার কারণে বিসিসিআইয়ের আইপিএল আয়োজনের সব পরিকল্পনাই যদি ভেস্তে যায় তবে মোটা অঙ্কের ক্ষতিই হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে খবর, আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হবে ভারতীয় বোর্ডের।